ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রুটের চোখে পূর্ণাঙ্গ ক্রিকেটার কোহলি

রুটের চোখে পূর্ণাঙ্গ ক্রিকেটার কোহলি

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০ | ০৬:৩৩

ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি যেমন দুর্দান্ত, টেস্টে তেমনি অসাধারণ। আবার টি-২০’ও খেলেন দারুণ গতিতে। স্পিনের বিপক্ষে তার ব্যাটিং যেমন সুন্দর। তেমনি পেসারদেরও তিনি খেলেন আত্মবিশ্বাস নিয়ে। বিরাট কোহলিকে তাই পূর্ণাঙ্গ ক্রিকেটার মনে করছেন ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ড দলনেতা বলেছেন, 'খুব সম্ভবত ক্রিকেটের তিন ফরম্যাটে বিরাট পূর্ণাঙ্গ একজন ক্রিকেটার। তার দক্ষতা সত্যিই দুর্দান্ত। সবখানেই সে পারফেক্ট। চাইলেও তাকে স্পিন কিংবা পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বল বলা যাবে না।'

কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ ও জো রুটকে এক পাল্লায় মাপা হয়। টেকনিক, রান করার দক্ষতা, কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং র‌্যাংকিং মিলিয়ে এক ফ্রেমে রাখা হয় তাদের। কিন্তু রুট নিজেকে তাদের কাতারে রাখতে চান না। তুলনা করতে চান না কোহলি-স্মিথের সঙ্গে। বরং খেলাটা উপভোগ করতে চান।

২৯ বছর বয়সী রুট বলেছেন, 'আমি নিজেকে কোহলি, উইলিয়ামস, স্মিথের সঙ্গে তুলনা করতে চাই না। তবে এই তারকারা কীভাবে তিন ফরম্যাটে আলো ছড়ায় সেটাই আমাকে মুগ্ধ করে। আপনি দেখবেন তারা কতটা সাবলীলভাবে ক্রিকেট খেলছে। কোহলি, উইলিয়ামসন, স্মিথকে দেখে অনেক কিছু শেখাও যায়। আমি নিজেকে সে জায়গায় নিতে পারব কিনা জানি না।'

আরও পড়ুন

×