একদম ব্যাকফুটে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো জয়ের পরের ম্যাচেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে হারতে বসেছিল। শেষ পর্যন্ত করিম বেনমেজা ও কাসেমিরোর গোলে সমতায় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার রাতের ম্যাচে গ্লাডবাখের মার্কোস থুরামের জোড়া গোলে পিছিয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু শেষে ২-২ গোলের সমতা করে মান  বাঁচিয়েছে রিয়াল। ক্লাসিকো জয়ের ঠিক আগের দুই ম্যাচে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। এই হার তাই রিয়ালের বড় ক্ষতির কারণ হতো।

স্টাডিও বরুশিয়া পার্কে অবশ্য জিনেদিন জিদানের রিয়াল এই সমতা করে বাবা-ছেলের উল্লাস থামিয়েছে। বাবা হলেন লিলিয়ান থুরান। যিনি ছিলেন জিদানের জাতীয় দলের সতীর্থ। শুধু তাই নয়, ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর বড় কারিগরও। আর দলের হয়ে দুই গোল করা ২৩ বছর বয়সী মার্কোস থুরাম হচ্ছেন লিলিয়ানের ছেলে।

লিলিয়ান ফ্রান্সের হয়ে ১৪২ ম্যাচের ক্যারিয়ারে মাত্র দুটি গোল করেছেন। তার ওই দুই গোলই আসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে। এরপরই জিদান ব্রাজিলের বিপক্ষে ফাইনালে দুই গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়নের তকমা এনে দেন। বিশ্বকাপ জেতার ঠিক আগের বছরই জন্ম নেন মার্কোস থুরাম। তিনিই কিনা হারের স্বাদ দিচ্ছিলেন জিদানদের।

ম্যাচের ৩৩ মিনিটে থুরাম প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন। দলের গোল ব্যবধান দ্বিগুন করেন ৫৮ মিনিটে। আর রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজেমা ৮৭ মিনিটে শোধ দেন প্রথম গোল। শেষ বাঁশির ঠিক আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো দলকে সমতায় ফেরান। ম্যাচে অবশ্য বলের দখল বেশি ছিল রিয়ালের। তবে আক্রমণে সমানে সমান ছিল দুই দল।