প্রতিদ্বন্দ্বিতার দ্বৈরথে, ইতিহাস-ঐতিহ্যে, খেলোয়াড়ি নৈপুণ্যে অথবা টুর্নামেন্টের গতিবিধির গুরুত্বে- কোনো দিকই থেকে বিশেষ গুরুত্ব ছিল না ইস্তাম্বুল বাসাকশের বনাম প্যারিস সেন্ট জার্মেই ম্যাচের। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের উত্তপ্ত পরিস্থিতি এক ভিন্ন আবহে নিয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিকে। ২০২০-২১ মৌসুমের 'এইচ' গ্রুপের খেলায় আজ ইস্তাম্বুলে মুখোমুখি হচ্ছে তুরস্ক ও ফ্রান্স ফুটবলের লিগ চ্যাম্পিয়নরা। ধর্মীয় ইস্যুতে দুই দেশের প্রেসিডেন্ট পণ্য বয়কট, রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো বিষয়ে মুখোমুখি অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে বাসাকশের-পিএসজি ম্যাচের দিকে দৃষ্টি অনেকের। বিশেষ করে তুরস্কের ক্লাবটি প্রেসিডেন্টের আশীর্বাদপুষ্ট এবং ডাকনাম 'এরদোয়ান এফসি' হওয়ায় সমর্থকদের প্রতিক্রিয়ার বিষয়টি এখন উয়েফার পর্যবেক্ষণে আছে। তবে ফরাসি ক্লাবটি প্যারিসের প্রতিনিধিত্ব করলেও এটির মালিক কাতারের রাজপরিবার ঘনিষ্ঠ নাসের আল খেলাইফি।

ফাতিহ তেরিম স্টেডিয়ামে হতে যাওয়া ইস্তাম্বুল বাসাকশের ও প্যারিস সেন্ট জার্মেই ম্যাচটির স্থানীয় আয়োজক তুরস্কের ক্লাবটি হলেও প্রতিযোগিতার কর্তৃপক্ষ উয়েফা। কভিড-১৯ বাস্তবতায় এখনকার খেলাগুলোতে পুরো গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি। তবে আয়োজক দেশের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শক প্রবেশের সুযোগ আছে। আজ ১৭ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ফাতিহ তেরিম স্টেডিয়ামে কতজন দর্শক ঢুকতে পারবেন, সে সম্পর্কে অবশ্য গতকাল পর্যন্ত ধারণা পাওয়া যায়নি। এমনিতে ম্যাচটি ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ আছে।

১৯৫৯ সালে তার্কিশ সুপার লিগ শুরুর পর থেকে ফেনেরবাচ, বেসিকতাস এবং গ্যালাতাসারে- এই তিনটি ক্লাবই দেশটির ফুটবলে আধিপত্য দেখিয়েছে। কিন্তু সর্বশেষ মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জয় করে বাসাকশের। সেই সূত্রে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও খেলছে এই প্রথম। ড্রতে 'এইচ' গ্রুপে তারা জার্মানির লাইপজিগ, ফ্রান্সের পিএসজি আর ইংল্যান্ডের ম্যানইউকে পেয়েছে। অন্য তিনটি ক্লাবই নকআউট পর্বের ফেভারিট দল হওয়ায় বাসাকশেরের প্রত্যাশার স্তর গ্রুপ পর্বেই সীমাবদ্ধ। এর মধ্যে বিশ্ব ফুটবলের প্রধানতম তারকা খেলোয়াড় নেইমার, এমবাপ্পেরা থাকায় পিএসজি ম্যাচটিই প্রথম থেকে সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এখন নতুন করে যোগ হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ের সমীকরণ। ফ্রান্স সরকারি পৃষ্ঠপোষকতায় হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করায় এবং প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় তার 'মানসিক সমস্যা' নিয়ে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যার জেরে তুরস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে ফ্রান্স, একই সঙ্গে পণ্য আমদানিও বন্ধ ঘোষণা করে। প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট তার দেশের জনগণের প্রতি ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান, যা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও চলমান আছে। এমন পরিস্থিতিতে পূর্বনির্ধারিত ম্যাচ খেলতে গতকাল তুরস্কে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

উয়েফা অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচের মতো এক্ষেত্রেও সফরকারী দলকে 'হোটেল টু স্টেডিয়ামে'র মধ্যে সীমাবদ্ধ থাকতে বলেছে। ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, ইস্তাম্বুলের ম্যাচটি ঘিরে বাড়তি নিরাপত্তা দরকার নেই বলে জানিয়েছে উয়েফা।

বাসাকশের, পিএসজি- উভয় দলই এবারের আসর শুরু করেছিল হার দিয়ে। ইস্তাম্বুল জার্মানিতে গিয়ে লাইপজিগের কাছে হেরেছে ২-০-তে, আর ঘরের মাঠে ম্যানইউর কাছে ১-২-এ হেরেছে পিএসজি।