ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

সাকিবদের বিশ্রাম অনুশীলনে কিউইরা

সাকিবদের বিশ্রাম  অনুশীলনে কিউইরা

ধর্মশালা থেকে চেন্নাইয়ের ফ্লাইটে বসে দাবার ঘুঁটির চালে মগ্ন বাংলাদেশ অধিনায়ক সাকিব ও অলরাউন্ডার মিরাজ। ছবি: বিসিবি

Advertisement
Advertisement

চেন্নাই থেকে সেকান্দার আলী

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৮:৫৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৮:৫৯

বিশ্বকাপ আগে শুরু করার কিছুটা সুবিধা তো থাকেই। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড হয়তো সেটা পাচ্ছে। ম্যাচ ভেন্যুতে বেশি সময় থেকে কন্ডিশন বুঝে নিতে পারছে তারা। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ খেলার পরের দিন আহমেদাবাদ থেকে হায়দরাবাদে গেছে দলটি। সেখানে একাধিক অনুশীলন করে ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে।

চেন্নাইয়েও বাংলাদেশ দলের এক দিন আগে পৌঁছে গতকাল অনুশীলন করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ কিউইদের দুই সেশনের বিপরীতে বাংলাদেশের এক সেশন। গতকাল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কেন উইলিয়ামসনরা যখন নেট সেশনে ব্যস্ত, সাকিব আল হাসানরা তখনও ভ্রমণ ক্লান্তি কাটাতে হোটেলে বিশ্রামে ছিলেন। ধর্মশালা থেকে চেন্নাইয়ে পৌঁছাতে পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগেছে টাইগারদের। যে কারণে এদিন কোনো কার্যক্রম রাখা হয়নি। 

চেন্নাইয়ে ক্রিকেটের চর্চা বেশ। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস তো ভারতের এ প্রদেশের প্রতিনিধিত্ব করে। যদিও বাংলাদেশের মানুষের কাছে চেন্নাই পরিচিত ভালো চিকিৎসার জন্য। দেশ থেকে প্রতিদিন অনেকে ভারতের এ শহরে চিকিৎসা নিতে আসেন। এবার চিকিৎসার বাইরেও বহু মানুষ এসেছেন তামিলনাড়ুতে। কারণ, কাল চেন্নাইয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। হিমাচল প্রদেশের ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলে এ ভেন্যুতে আসা সাকিবদের। বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হারলেও রানার্সআপ দলের সঙ্গে জয়ের স্বপ্ন তাদের। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ভাষায়, সেমিফাইনাল খেলতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচই জিততে হবে। এই বিশ্বকাপে কোনো একটি দল হয়তো রাউন্ড রবিন লিগের সব ম্যাচ (৯টি) জিতবে না। দেড় মাসের লম্বা রেসে সেটা সম্ভবও হবে না। বাংলাদেশ যে টুর্নামেন্টে বাজিমাত করবে না, সে কথাও জোর গলায় বলতে পারবে না কেউ। কারণ, সাকিবদের হাতে এখনও সাতটি ম্যাচ রয়েছে। সেখান থেকে চারটি জিতলে বাজিমাত হয়ে যেতে পারে। প্রথমবারের মতো খেলতে পারে সেমিফাইনালে। 

কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাঙ্ক্ষিত পাঁচ জয়ের একটি পাওয়া হয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে। ইংলিশদের কাছে বাজেভাবে হেরে গেলেও টাইগারদের টার্গেটে ভালোভাবেই আছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ফেরার ম্যাচে সাকিবরা অলআউট ক্রিকেট খেলেও দিতে পারেন। জিতে নিতে পারেন পেয়ে যেতে পারেন দ্বিতীয় ম্যাচ। তেমন কিছু হলে বঙ্গোপসাগরের ঢেউয়ে ভেসে জয়ের বার্তা পৌঁছে যাবে ৫৫ হাজার বর্গমাইলে। ভারতের এই শহর সাকিবদের কাছে অপরিচিত হলেও অচেনা নয় এম এ চিদাম্বরম স্টেডিয়ামের অদূরের বঙ্গোপসাগরের ঢেউ। সাগরের ঢেউয়ের মতো লিটনদের হৃদয়ও তো উতলা হয়ে আছে ব্যাটে-বলে ঝড় তোলার আকাঙ্ক্ষায়। সে লক্ষ্যে আজ তারা নিজেদের ঝালিয় নিতে নামে নেট সেশনে। ভারত সময় সন্ধ্যায় ৬টায় অনুশীলন টাইগারদের। দিবারাত্রির ম্যাচ হওয়ায় কৃত্রিম আলোয় এক দিন অনুশীনের সুযোগ করে দেওয়া। গতকাল যেমন রাতে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের সাবেক এক কোচ রয়েছেন যে দলে। সেই সেশন জার্গেনসেন দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রতি সম্মান দেখালেন। নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ জানান, বিশ্বকাপে খেলছে বিশ্বের সেরা ১০ দল। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের আগের কিছু অভিজ্ঞতা আছে। বৈশ্বিক টুর্নামেন্টে ভালো খেলে তারা। সেদিক থেকে বলব, আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’ কিউই এ পেস বোলিং কোচের মতে, চেন্নাইয়ে লড়াই হবে স্পিন বিভাগের। 

আরও পড়ুন