ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

নির্বাসন এড়ানোর প্রথম পরীক্ষা

নির্বাসন এড়ানোর প্রথম পরীক্ষা

মালদ্বীপ ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে সুমন রেজা-সাদ উদ্দিনরা: বাফুফে

Advertisement
Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৯:১৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৯:১৩

পাঁচ খেলোয়াড়ের মদ-কাণ্ডে দেশের ফুটবলে নেমে আসে অমানিশার কালো মেঘ। তপু বর্মণ, আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন তো জাতীয় দলের ভরসার প্রতীক। তৌহিদুল আলম সবুজ এবং রিমন হোসেন ক্যারিয়ারে বেলা শেষের গান শুনছেন। এএফসি কাপে বসুন্ধরা কিংসের জার্সিতে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে খেলতে গিয়ে এ পাঁচ ফুটবলার শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে আপাতত জাতীয় দলের বাইরে।

নেতিবাচক সংবাদ মধ্যেই বাংলাদেশের ফুটবল এখন আশা আর শঙ্কার দোলাচলে। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডের ম্যাচের আগে ঘুরেফিরে আসছে ভুটান ট্র্যাজেডি। ২০১৬ সালে ভুটানের কাছে হেরে তিন বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে চলে গিয়েছিল লাল-সবুজের দলটি। সাত বছর পর ঠিক একই পরিস্থিতিতে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। দ্বীপ দেশের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক দুই ম্যাচে হারলে নির্বাসনে চলে যাবে বাংলাদেশ। তাই নির্বাসন এড়ানোর প্রথম পরীক্ষায় আজ মালেতে মালদ্বীপকে হারানোর আশা জামাল ভূঁইয়া-মিতুল মারমাদের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।


আরও পড়ুন