আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফেরেন তিনি।

বিমানবন্দরের নেমে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন সাকিব। জানান, নিষেধাজ্ঞার চাপ না থাকায় এবারের এই ফেরাটা তার কাছে অন্যরকম।

সাকিব বলেন, 'অনেকটা স্বস্তিবোধ করছি। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া।'

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে এ মাসেই মাঠে ফেরার কথা সাকিবের। দীর্ঘ বিরতির পর এই টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে চান বলে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার।

জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে এক বছরের নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকেই দূরে ছিলেন সাকিব। গত ২৯ অক্টোবর আইসিসির সেই নিষেধাজ্ঞা শেষ হয়।