বার্সেলোনার অধ্যায় থেকে বেশ অতীতই হয়ে গেছেন দানি আলভেস। ২০১৬ সালে ক্যাম্প ন্যু ছেড়েছেন। এই চার বছরে জল বহুদূর গড়িয়েছে। কোচ বদল হয়েছে, ফুটবলার আনা-নেওয়া হয়েছে। তারপরও আলভেস বিশ্বাস করেন, তার এখনও বার্সায় খেলে যাওয়ার সুযোগ ছিল। শুধু বার্সা ভুল করেছে মানলেই হতো।

স্প্যানিশ সংবাদ মাধ্যম আরএসি ওয়ানকে ব্রাজিলিয়ান রাইট ব্যাক বলেছেন, 'আমি বার্সায় ফিরে আসার প্রস্তাব করেছিলাম। জুভেন্টাস গিয়েছিলাম ফুরিয়ে যাইনি সেটা প্রমাণ করতে। এরপর ক্যাম্প ন্যুতে ফিরতে চেয়েছিলাম। তাদেরও আমাকে দরকার ছিল। কিন্তু আমাকে বার্সার দরকার এটা স্বীকার করার ক্ষমতা তাদের ছিল না। তারা এটা মানলেই, আমিও আজও ক্যম্প ন্যুতে থাকতাম।'

দানি আলভেস ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন। কাতালানদের হয়ে ২১ গোল করেছেন। ৩৯১ ম্যাচে সহায়তা দিয়েছেন ১০১ গোলে। মেসির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে বিশ্বের সেরা রাইট ব্যাক হয়ে উঠেছিলেন। কাতালানদের হয়ে ২৩ শিরোপা জেতার পরও ফর্মে থাকা আলভেসকে ছেড়ে দেয় ক্লাবটি।

এরপর ব্রাজিলিয়ান ফুল ব্যাক জুভেন্টাসে অসাধারণ একটি মৌসুম পার করেন। লিগ ডাবল জেতার পরে দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে দুর্দান্ত অবদান রাখেন। ওইবারই আবার ক্যাম্প ন্যুতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে দাবি দানির। কিন্তু সাড়া দেয়নি বার্সা। আলভেস তাই চলে যান পিএসজিতে। সেখানে গিয়েই বলতে গেলে, বার্সার একটা বড় ‌'ক্ষতি' করে দেন। নেইমারকে পিএসজি আসতে বড় সহায়তা করেন তিনি।

পিএসজিতে উনাই এমেরি এবং টমাস টুখেলের অধীনে লিগ শিরোপা জিতেছেন। তারপরও সাওপাওলোতে খেলা ৩৭ বছর বয়সী আলভেস জানিয়েছেন তার ভালোবাসার ক্লাব বার্সা। কিন্তু প্রিয় এই ক্লাব তাদের পুরনো সেই ফুটবল দর্শন থেকে খানিকটা সরে গেছে। আবার আগের দল এবং সেই দর্শনে ফিরতে গেলে ভালোই সময় লাগবে ক্লাবটির।

আলভেস বলেছেন, 'বার্সার খেলার ধরন বদলে যাচ্ছে। ক্লাব তার পরিচয় কিছুটা ক্ষুন্ন করে ফেলেছে। এখন তাই আবার পূর্বের ধারায় ফিরতে গেলে কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে, বার্সা এখন অনেকটা ব্যবসায়িক ক্লাব হয়ে গেছে। খেলোয়াড় কেনা-বেচাই যাদের কাজ। এটা করতে গেলেই ক্লাব তার সক্রিয়তা হারাবে। আমার চোখে এটাই বার্সার বড় সংকট মনে হয়েছে।'