- খেলা
- আর্জেন্টিনা দলে ডি মারিয়া, নেই আগুয়েরো
আর্জেন্টিনা দলে ডি মারিয়া, নেই আগুয়েরো

ছবি: ফাইল
জাতীয় দলে ডাক পাওয়ার জন্য আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ধৈর্য ধরতে বলেছিলেন ডি মারিয়াকে। রাগে অবসরের মতো সিদ্ধান্ত নিতে না করেছিলেন। এবার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৩ ও ১৮ নভেম্বর যথাক্রমে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ঘোষিত আর্জেন্টিনার ২৫ সদস্যের দলে ডাক পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড ডি মারিয়া।
তবে ইনজুরির কারণে দলে ডাক পাননি সার্জিও আগুয়েরো। ম্যানসিটি স্ট্রাইকার ইনজুরি থেকে ফিরে আবার মাস খানেকের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ইনজুরি সংকটের কারণে তার জাতীয় দলে ফেরা কঠিন বলেও মনে করা হচ্ছে। আগুয়েরো ছাড়াও হুয়ান ফয়েট, জার্মেইন পেজেল্লা এবং স্তেবান আন্দ্রাদা ইনজুরিতে আছেন।
আর্জেন্টিনার ২৫ সদস্যের দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), আগুস্টিন মার্চেসিন (পোর্ত)।
ডিফেন্ডার: নেহুয়ান পেরেজ (গ্রানাডা), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাছুন্দো মেডিনা (লেন্স), লুকাস মার্টিনেজ কুর্য়াটা (ফিওরেন্টিনা), নিকোলাস ত্যাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্টার ক্যানিম্যান (গ্রেমিও)।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পাউল (উদিনেস), মার্কোস আকুইনা (সেভিয়া), নিকোলাস ডমিঙ্গেজ (বেলোগানা), রর্বাতো পেরেইরা (উদিনেস), আলেক্সজান্দো পাউল গোমেজ (আটালান্টা), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), লুকাস অকাম্পোস (সেভিয়া), লিওনার্দো প্যারাদেজ (পিএসজি), অ্যাক্সেল প্যালাসিওস (বায়ার লেবারকুসেন), জিওভান্নি লো চেলসো (টটেনহ্যাম), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস)।
ফরোয়ার্ড: লুকাস আলারিও (বায়ার লেবারকুসেন), লিওনেল মেসি (আর্জেন্টিনা), পাউলো দিবালা (জুভেন্টাস), জাকুইন কোরেইরা (ল্যাজিও), নিকোলাস গঞ্জালেস (স্টুয়ার্ডগার্ড), লউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।
মন্তব্য করুন