- খেলা
- হাবিবুল বাশার করোনায় আক্রান্ত
হাবিবুল বাশার করোনায় আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু'দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বুধবার তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
বিসিবির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই কোয়ারেন্টিনে আছেন হাবিবুল বাশার। তার পরিবারের অন্য সবাই সুস্থ আছেন।
কয়েক মাস আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর এই সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। মুমিনুলের সঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত।
মাহমুদউল্লাহর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা টেস্ট করান তিনি। করোনার কোনো উপসর্গ না থাকলেও দুবার নমুনা পরীক্ষা করিয়ে দুবারই ফল পজিটিভ আসে তার। ফলে আপাতত পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা নিয়েও সংশয় আছে।
মন্তব্য করুন