বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ পদত্যাগ করেছেন। কালাতান ক্লাবটি এখন নতুন প্রেসিডেন্ট পাওয়ার অপেক্ষায়। নিয়ম অনুযায়ী, ৩ মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে। সেই হিসাবেই ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে ভোটের প্রাথমিক তারিখ।

কিন্তু যারা বার্তামেউয়ের জন্য অনাস্থা ভোটের ব্যবস্থা করেছিলেন, তারাই এখন দ্রুত বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার দাবি করছেন। তাদের মতে, কিভাবে ভোট নেওয়া যায় এটা ঠিক করার জন্য এতোদিন দেরি করার মানে হয় না। তাছাড়া সামনে এগোতে হলে ক্লাবের অনেক কাজ করতে হবে।

দ্রুত ভোট চেয়ে ওই পক্ষ বলেছে, 'আমরা বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন দ্রুত দেওয়ার জন্য আবারও কর্তৃপক্ষকে অনুরোধ করছি। ক্লাবের অবশ্যই সামনে এগিয়ে যেতে গণতান্ত্রিক একটা ধারা অনুসরণ করতে হবে। কোনভাবেই নির্বাচনের জন্য অগ্রহণযোগ্য কোন ব্যাখ্যা মেনে নেওয়া হবে না।'

বোর্ড প্রেসিডেন্ট পদত্যাগ করায় বার্সার সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন কোষাধাক্ষ্য কার্লোস টাইকুয়েটস। তিনি করোনাকালে নির্বাচনের পদ্ধতি কেমন হবে এটা ঠিক করার অজুহাতে ভোট গ্রহণে দেরি করছেন বলে অভিযোগ উঠেছে, 'নতুন প্রেসিডেন্ট পেতে তিনমাস অপেক্ষা অনাকাঙ্খিত। এরই মধ্যে যে সময় গেছে, তাতে অনেক কাজই হয়ে যেতো।'