ঘরের মাঠে লিগ ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতের ম্যাচে টনি ক্রুস এবং করিম বেনজেমার গোলে তুলে নিয়েছে ৩-১ গোলের দারুণ এক জয়।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোলটি করেন রিয়ালের জার্মান মিডফিল্ডার ক্রুস। এরপর বিলবাও সমতায় ফিরলে ম্যাচের ৭৪ মিনিটে দলকে লিড এনে দেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের যোগ করা সময়ে আরও এক গোল করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান তাই বেনজেমার প্রশংসায় ভাসিয়েছেন। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের দলে ব্রাতা হয়ে পড়া বেনজেমাকে দেশের সর্বকালের সেরা স্ট্রাইকার অ্যাখ্যা দিয়েছেন।

জিদান বলেছেন, 'আমার কাছে বেনজেমা সর্বকালের সেরা ফরাসি স্ট্রাইকার। দীর্ঘদিন সে রিয়ালে খেলছে, দারুণ ফুটবল উপহার দিয়ে আসছে। সব মিলিয়ে সে পাচশ'র বেশি ম্যাচ খেলেছে। যতগুলো গোল করেছে, রেকর্ড গড়েছে সেগুলোই তার পক্ষে কথা বলে। আমার কাছে তাই সেই সেরা। এটা খুবই পরিষ্কার।'

লস ব্লাঙ্কোসদের হয়ে বেনজেমা ২৫০ এর বেশি গোল করেছেন। রিয়ালের লিজেন্ডদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তারপরও সতীর্থের সঙ্গে ঝামেলার কারণে ২০১৫ সালের পর থেকে ফ্রান্সের জাতীয় দলে জায়গা নেই বেনজেমার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার জিদান তাই মনে করেন, বেনজেমার দলে জায়গা পাওয়া উচিত। কারণ আগের থেকে তিনি এখন আরও পরিপূর্ণ ফুটবলার।

রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর রেকর্ড গড়া জিদান বলেছেন, 'আগের থেকে বেনজেমা এখন অনেক বেশি পরিপূর্ণ ফুটবলার। সে শুধুই একজন নাম্বার নাইন নয়, কারণ শুধু গোল করার দিকে মনোযোগ দেয় না সে। বরং সতীর্থদের সঙ্গে সমন্বয় করে খেলতে পছন্দ করে। সেজন্যই তাকে আমি এতো ভালোবাসি।'