গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট দিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে সফরকারী ভারত। অ্যাডিলেড ওভালে চার টেস্টের প্রথমটির একাদশও ঘোষণা করে দিয়েছে ভারত।

অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে সিরিজের প্রথম টেস্টে ভারতের হয়ে ওপেন করবেন মায়াঙ্গ আগারওয়াল এবং তার সঙ্গী হিসেবে থাকবেন তরুণ ওপেনার পৃথ্বী শ'। কেএল রাহুল কিংবা শুভমন গিলের ওপেনিংয়ে নামার সম্ভাবনা থাকলেও একাদশের বাইরে রাখা হয়েছে তাদের।

তিনে নামবেন ভারতীয় টেস্ট ব্যাটিং অর্ডারের নিয়মিত সদস্য চেতেশ্বর পূজারা। আর চারের জন্য আছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্ট খেলেই সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরবেন তিনি। এরপর প্রথম টেস্টের ঘোষিত একাদশে অনুমিতভাবেই আছেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

লোয়ার মিডল অর্ডারে রাখা হয়েছে টেস্ট ব্যাটসম্যান হিসেবে খ্যাতি পাওয়া হানুমা বিহারীকে। এছাড়া উইকেটরক্ষক হিসেবে ভারত বেছে নিয়েছে ঋদ্ধিমান সাহাকে। ভারতের পূর্ণাঙ্গ দলে ঋষভ পান্ত থাকলেও তাকে একাদশে নেওয়া হয়নি।

প্রথম টেস্টে ভারত নামছে তিন পেসার এবং এক স্পিনার নিয়ে। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন রবিশচন্দন অশ্বিন। অভিজ্ঞতা এবং ফর্মের বিবেচনায় লেগ স্পিনার কুলদীপ যাদব এবং রবিন্দ্র জাদেজাকে হটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। পেস আাক্রমণ আছেন মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ। ইশান্ত শর্মা ইনজুরি থেকে না ফেরার তাদের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন উমেশ যাদব।

ভারতের প্রথম টেস্টের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ', চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।