জাতীয় দলের ব্যাটিং কোচের খোঁজ চলছে অনেক দিন ধরে। বিভিন্ন দেশের কোচের তালিকা থেকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হচ্ছে একজন ইংলিশকে। টাইগারদের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পল নিক্সন ও জন লুইস। নিক্সন আবার বিসিবির প্রথম পছন্দ।

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ কাজ করেছেন তিনি। সেই সূত্র ধরে নিক্সনের সঙ্গে আগেও যোগাযোগ করেছিল বিসিবি। এইচপির প্রধান কোচ করতে চেয়েছিল এই ইংলিশকে। করোনার কারণে তখন তিনি বিদেশে চাকরি নিতে রাজি ছিলেন না। তবে জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করায় অনলাইনে তার সাক্ষাৎকার নিয়েছে বিসিবির কোচ নির্বাচক কমিটি। বোর্ডের একজন কর্মকর্তা জানান, জনের চেয়ে নিক্সন এগিয়ে রয়েছেন।

কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচ ছিলেন তিনি। উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের ১৯টি ওয়ানডে ও একটি টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে। আর ডারহাম কাউন্টি দলের প্রধান কোচ জন লুইস। তিনিও ছিলেন ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও দুটি টি২০ খেলেছেন।

কোচিং করানোর অভিজ্ঞতায় দু'জনের কেউই পিছিয়ে নেই। তুলনামূলক কম সুযোগ-সুবিধা নিয়ে যে কাজ করতে রাজি হবেন, তাকেই নিয়োগ দেবে বিসিবি। যদিও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, জন লুইসের সঙ্গে কথা এগিয়েছে বেশি। নিয়োগের ব্যাপারে চূড়ান্ত কিছু হয়নি। তবে টাইগার ব্যাটিং কোচ যেই হন না কেন, ২০২১ সালের জানুয়ারি থেকে নিয়োগ দিতে চায় বোর্ড। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, এ মাসেই নতুন ব্যাটিং কোচের নিয়োগ চূড়ান্ত করবেন তারা।