- খেলা
- পিচিচি নয় লিগ জিততে চাই: মেসি
পিচিচি নয় লিগ জিততে চাই: মেসি

ছবি: ফাইল
লা লিগায় মৌসুমের সর্বোচ্চ গোল করে পিচিচি জয়ের লড়াইটা লিওনেল মিসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে নিয়মিতই ছিল। ২০১৮ সালে সিআরসেভেন জুভেন্টাসে চলে যাওয়ার পর দুটি পিচিচিই উঠেছে মেসির হাতে। সোমবার যেমন তিনি জিতলেন রেকর্ড সপ্তম পিচিচি। তবে বার্সেলোনায় আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, আগামী বছর তিনি পিচিচি নয় বরং জিততে চান লা লিগার শিরোপা।
গত মৌসুমে ৩৩ গোল করা মেসি বলেছেন, 'অষ্টম পিচিচি? জিতবো কিনা জানি না। আমি এটা নিয়ে ভাবছি না। চিন্তিত হওয়ার মতো কোন পুরস্কার এটা নয়। বরং আমি লা লিগা শিরোপা জিতেত চাইবো। দল হয়ে আমরা এই শিরোপার জন্যই লড়ে যাচ্ছি।'
বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি বলেছেন, 'দল হিসেবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। লিগে ভালো করার জন্য লড়াই করে যাচ্ছি। লিগে এতো বেশি পয়েন্ট হারানো আমাদের কাঙ্খিত ছিল না। আমাদের আলাভেস, গেটাফে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচগুলো জিততে হতো। মাঠে আমরা অনেক সুযোগ তৈরি করছি। কিন্তু লিগ টেবিলে শীর্ষে উঠতে আমাদের দল হয়ে খেলে যেতে হবে।'
চলতি মৌসুমে লিগে ১৩ ম্যাচে ৬ গোল করেছেন লিওনেল মেসি। তবে তার গুরুখ্যাত দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পরে লা লিগায় খেলা ম্যাচটিতে গোল করেন লিওনেল মেসি। দেখান বিশেষ এক উদযাপন। নিউওয়েলস ওল্ড বয়েসের জার্সিতে উদযাপন করে গোলটি ম্যারাডোনাকে উৎসর্গ করেন লিও। ওই গোলটাকে মৌসুমে নিজের বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি।
মন্তব্য করুন