লিটনকাণ্ডে বিব্রত টিম ম্যানেজমেন্ট
-samakal-652cd7a62154d.jpg)
সেকান্দার আলী, পুনে থেকে
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৬:২৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:২৫
বিতর্ক আর ব্যর্থতা বিশ্বকাপে দুই সঙ্গী বাংলাদেশ দলের। দেশ থেকে বিতর্ক মাথায় নিয়ে ভারতে আসা, আইসিসির নিয়মের তোয়াক্কা না করে সমালোচিত হওয়ার পর ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে ব্যাটিং করে বড় ব্যবধানে ম্যাচ হারায় ধীরে ধীরে লক্ষ্য থেকে কক্ষচ্যুত হওয়ার পথে দল। এরই মধ্যে বিতর্কের আগুনে নতুন করে বারুদ ছিটালেন লিটন কুমার দাস।
টিম হোটেল থেকে সাংবাদিকদের তাড়িয়ে নিজে গেলেন শপিং করতে। পুনের বড় শপিং কমপ্লেক্স ফনিক্স মার্কেট সিটিতে কেনাকাটা করার সময় সাংবাদিকদের সঙ্গে হয়ে যায় চোখাচোখি। লিটনের এই কাণ্ড নিয়ে দলের ভেতরে চলছে বিশ্লেষণ। ওপেনারের এমন আচরণের কারণ খুঁজে পাচ্ছেন না টিম লিডার খালেদ মাহমুদ সুজন ও ম্যানেজার রাবীদ ইমাম। লিটনকাণ্ডে বিব্রত তারাও।
এক দিনের ক্রিকেটে লম্বা সময় ধরে ভালো করছেন না লিটন। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটি ফিফটি। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ম্যাচে ঝলমলে ৭৬ রান তাঁর। আশা করা হচ্ছিল, মাথা ঠান্ডা রেখে ধারাবাহিক হবেন বিশ্বকাপে। কিন্তু শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম বলে ফ্লিক করে ফাইন লেগে হলেন ক্যাচ। টিকিয়ে রাখলেন অধারাবাহিকতা। চেন্নাই থেকে শনিবার বিকেলে পুনে পৌঁছায় বাংলাদেশ দল। শনিবার রাতেই ম্যানেজার রাবীদ বিজ্ঞপ্তিতে জানান, তিন দিনের ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। মিডিয়া কার্যক্রম না রাখার বিষয়টিও ছিল তাতে।
দেশ থেকে বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকরা তাই টিম হোটেল কনরাডে গিয়েছিলেন অফিসিয়ালদের সঙ্গে কথা বলতে। তারা হোটেলের লবিতে অপেক্ষা করছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর জন্য। তিনি টিম ম্যানেজমেন্টের সদস্য না হওয়ায় মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন। নান্নুর জন্য অপেক্ষা করতে গিয়েই ঘটে বিপত্তি। মধ্যাহ্নভোজের সময় হওয়ায় ক্রিকেটাররা ছোট ছোট দলে বাইরে যাচ্ছিলেন খেতে। তাসকিন আহমেদরা হাসিমুখে সৌজন্য বিনিময় করেন। গোলমাল পাকান লিটন লবিতে এসে। নিরাপত্তাকর্মীদের কাছে গিয়ে হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিতে বলেন তিনি। ভিডিও করা বা ছবি তোলাকে অজুহাত দাঁড় করান তিনি।
নিরাপত্তাকর্মীরাও বাধ্য হয়ে সাংবাদিকদের অনুরোধ জানান হোটেল ছেড়ে চলে যেতে। নিয়মের প্রতি সম্মান দেখিয়ে সবাই তখন হোটেল থেকে বের হয়ে গেছেন। বিকেলে দু’জন সাংবাদিক ফনিক্স শপিং কমপ্লেক্সে গিয়েছিলেন ল্যাপটপ ঠিক করাতে। সেখানেও লিটনের সঙ্গে দেখা। কেনাকাটার সামগ্রী হাতে নিয়ে শপিংমল থেকে বের হচ্ছিলেন ২৯ বছর বয়সী এ ব্যাটার।
ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে বেশি মনোযোগী মনে হচ্ছে তাদের। সাংবাদিকদের সঙ্গে লিটনের এমন আচরণ করার কারণ জানতে চাওয়া হলে ম্যানেজার রাবীদ ইমাম কিছু বলতে পারেননি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ঘটনা বিস্তারিত শুনে নেওয়ার পর আর ফোন ধরেননি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরাও মুখে কুলুপ এঁটে আছেন।