ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:৩৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:৩৭

দু’দলের অবস্থাই নাজুক। চারটি করে ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে তারা। তাই সেমিতে ওঠার লড়াইয়ে এক প্রকার ছিটকেই গেছে দু’দল। এখন অন্যদের দিন খারাপ হলে আর তাদের কেউ ভালো করলে শেষ চারে গেলেও যেতে পারে একদল।

তেমন আশা থেকেই বাকি ম্যাচগুলোতে লড়াই চালিয়ে যাবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আজ বেঙ্গালুরুতে দু’দলের এক প্রকার নতুন করে শুরুও বলা যায়। এমন ম্যাচে টস জিতেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

আরও পড়ুন

×