ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

টপঅর্ডারে বিপর্যয়, ৫ উইকেট নেই ইংল্যান্ডের

টপঅর্ডারে বিপর্যয়, ৫ উইকেট নেই ইংল্যান্ডের

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১০:১১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১০:১১

সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেটের। চলমান ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচে তিনটিতে হেরে বেশ বিপদেই আছে জস বাটলাররা। আজ জয়ের ধারায় ফিরতে দলটি মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও জ্বলে উঠতে পারছেন না বিশ্ব চ্যাম্পিয়নরা। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ইংলিশরা।

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রানে ব্যাট করছে ইংল্যান্ড। ১৩ রানে স্টোকস ও ৩ রানে আছেন মঈন আলী।

ব্যাঙ্গালুরুতে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপ দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৮ রান করা মালানকে কট বিহাইন্ড করেন তিনি।

এরপর জো রুট পড়েছেন রানআউটের ফাঁদে। ১০ বলে ৩ রান করা ইংলিশ ব্যাটিং স্তম্ভকে ফেরানোর পেছনেও অবদান ম্যাথুসের থ্রোয়ের। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ইংলিশরা। এরপর কাসুন রাজিথার শিকার হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টোও (৩১ বলে ৩০)। দলের হাল ধরতে পারেননি জস বাটলারও। তাকে ৮ রানে দ্রুত বিদায় করেন লাহিরু কুমারা। লিভিংস্টোন বিদায় নিলে ইংল্যান্ড হারায় তাদের পঞ্চম উইকেট। কুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

আরও পড়ুন

×