ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ইডেনে ভারত ম্যাচের টিকিটের কালোবাজারি তুঙ্গে 

ইডেনে ভারত ম্যাচের টিকিটের কালোবাজারি তুঙ্গে 

ছবি: ফাইল

Advertisement
Advertisement

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৭:৩০ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১৩:৩৫

কলকাতার ইডেন গার্ডেন্সে ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ওই ম্যাচের টিকিটের কালো ব্যবসা তুঙ্গে, এমন অভিযোগ উঠেছে। আড়াই হাজার রুপি টিকিট বিক্রি হচ্ছে ১১ হাজারে। বুধবার টিকিট কালোবাজারির অভিযোগে ইডেন গার্ডেন্সের সামনে থেকে একজন গ্রেপ্তার হয়েছে। 

টিকিট কালোবাজারির অভিযোগে কলকাতার ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন এক ক্রিকেটপ্রেমী। অভিযোগের প্রেক্ষিতে সিএবি প্রেসিডেন্ট, টিকিট বিক্রয়কারী সংস্থার মালিককে থানায় ডেকেছে কলকাতা পুলিশ।  

অভিযোগ উঠেছে সিএবি এবং বিসিসিআই অনলাইনে টিকিট বিক্রির একটি সংস্থার সঙ্গে আতাত করে টিকিট বণ্টনে অনিয়ম করছেন। এই সব ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলির। 

এ বিষয়ে সিএবি ও অনলাইন টিকিট বিক্রির সংস্থাকে নোটিশ পাঠিয়েছে ময়দান থানা। বৃহস্পতিবার ময়দান থানায় তাদের ডেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ বলছে, সিআরপিসি ৯১ নম্বর ধারায় সমস্ত নথিসহ কলকাতার তাদের থানায় ডেকে পাঠানো হয়েছে।

এই বিষয়ে সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী বলেন, ময়দান থানা থেকে যোগাযোগ করা হয়েছিল। তারা জানতে চেয়েছে, আমাদের সঙ্গে অনলাইনে টিকিট বিক্রির সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা। আমি জানিয়ে দিয়েছি, তাদের সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই।

আরও পড়ুন