ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

লিগ কাপে বিধ্বস্ত ম্যানইউ ও আর্সেনাল 

লিগ কাপে বিধ্বস্ত ম্যানইউ ও আর্সেনাল 

ছবি: টুইটার

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৮:২৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১৪:২৭

লিগ কাপ বা কারাবাও কাপে প্রিমিয়ার লিগের দুই বড় দল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল নিজ নিজ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। আসরে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে। 

ওয়েস্ট হ্যামের মাঠে ৩-১ গোলে ধসে গেছে প্রিমিয়ার লিগের শিরোপা পত্যাশী দল আর্সেনাল। ঘরের মাঠে ম্যানইউকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। 

বুধবার রাতে লিগ কাপে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের লিড নেয় ওয়েস্ট হ্যাম। যার শুরুটা হয় বেন হোয়াইটের আত্মঘাতী গোলে। এরপর কুদুস ৫০ মিনিটে ও বোজেন ৬০ মিনিটে গোল করেনে। যোগ করা সময়ে মার্টিন ওডেগার্ড দলের হারের ব্যবধান কমান। 

ম্যানইউ ওল্ড ট্রাফোর্ডে আরও বাজেভাবে হেরেছে। নিউক্যাসল ম্যাচের ২৮ মিনিটে আলমিরনের গোলে এগিয়ে যায়। হল ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন। এরপর উইলক ৬০ মিনিটে গোল করে দলকে বড় জয় এনে দেন। 

আর্সেনাল ও ম্যানইউ-এর হারের দিন জিতেছে লিভারপুল। তারা বোর্নামাউথের বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গোল করেছেন নুনিয়েজ ও গাকপো। চেলসি ২-০ গোলে জিতেছে ব্লাকবার্ন রোভার্সের বিপক্ষে। সিঙ্গেল লিগের টুর্নামেন্টে শেষ আটে উঠেছে তারাও।       

আরও পড়ুন