শ্রীলঙ্কার কোচিং স্টাফ ও নির্বাচকদের শোকজ

শ্রীলঙ্কা ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৮:০৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১৪:০৬
বিশ্বকাপটা মোটেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে তারা। এর মধ্যে গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে তারা। ওই ম্যাচে লঙ্কানরা ৩০২ রানে হেরেছে, যা বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে বড় হারগুলোর তালিকায় দ্বিতীয়।
এর আগে গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে ৫০ রানে অলআউট হয়েছিল তারা। দলের এমন লজ্জাজনক পারফরম্যান্সের জন্য কোচিং স্টাফ ও নির্বাচকদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
দলের এমন পারফরম্যান্সে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের কাছে জবাবদিহিতা চাওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে এসএলসি। গতকাল পাঠানো ওই বিবৃতি থেকে জানা যায়, দল গঠনে কখনও হস্তক্ষেপ করে না এসএলসি ম্যানেজমেন্ট। তারা স্বাধীনভাবে কোচিং স্টাফ ও নির্বাচকদের কাজ করার সুযোগ দিয়ে আসছে। তার পরও বিশ্বকাপের মতো একটি মর্যাদাপূর্ণ আসরে শ্রীলঙ্কা দলের এমন ভরাডুবির কারণ ও তা থেকে উত্তরণের ব্যাখ্যা দিতে হবে। সে সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ও কৌশল নিয়েও নানা প্রশ্ন তুলেছে বোর্ড।