ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৮:২৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১৪:২৯

নারী ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশকে বড় ব্যবধানের হার উপহার দিয়েছ সফরকারী পাকিস্তান নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দেওয়া ৮২ রানের লক্ষ্য ১৫১ বল বাকি থাকতেই সহজেই তুলে নেয় পাকিস্তানের মেয়েরা।

৮২ রানের লক্ষ্যে শুরুতে হোঁচট খেয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। ৭.৫ ওভারে ২৭ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। পাকিস্তানের দুই ওপেনার সাদাফ শামাস, সিদরা আমিন দুজনেই আউট হয়েছেন ৭ রান করে। এরপর বিসমাহ মারুফ আউট হয়েছেন ৩ রান করে। যার মধ্যে আমিন ও মারুফ পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটারকেই এলবিডব্লুর ফাদে ফেলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আর সাদাফ আউট হয়েছেন রানআউটের ফাঁদে কাটা পড়ে।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিধা দার। অন্যপ্রান্তে দ্রুত আরেক উইকেট হারালে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে সে চাপকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পাকিস্তান অধিনায়ক নিধা। আলিয়া রিয়াজকে নিয়ে জয়ের বন্দরে নোঙর করতে থাকতে তিনি। অবশ্য আলিয়া দলের জয় ১২ রান দূরে থাকা অবস্থায় বিদায় নেন। পরে বাকি কাজ সারেন নিধা, ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অধিনায়ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছের নাহিদা আক্তার। এছাড়া ১টি উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল মোটে ৮১ রান।

আরও পড়ুন