ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

সেমিফাইনালের সমীকরণ: দুই টিকিটের চার দাবিদার

সেমিফাইনালের সমীকরণ: দুই টিকিটের চার দাবিদার

সেমির দৌড়ে এগিয়ে যারা

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৪:৫৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১০:৫৫

ভারতের পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে অস্ট্রেলিয়াও সেমিফাইনালের দোরগোড়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ে জমে উঠেছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। বাকি দুই টিকিটের জন্য লড়ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। 

অস্ট্রেলিয়া
ম্যাচ : ৭, পয়েন্ট : ১০, রান রেট : ০.৯২৪
বাকি ম্যাচ : আফগানিস্তান ও বাংলাদেশ
সেমিফাইনালের রেসে থাকা চার দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া। তাদের পরের দুই ম্যাচের যে কোনো একটি জিতলেই শেষ চার নিশ্চিত। আর হারলেও রান রেটের ব্যবধানে সুযোগ থাকবে প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের।

নিউজিল্যান্ড
ম্যাচ : ৮, পয়েন্ট : ৮, রান রেট : ০.৩৯৮
বাকি ম্যাচ : শ্রীলঙ্কা
টানা চার ম্যাচে হারলেও সেমিফাইনালে ওঠার অঙ্কে বেশ ভালোভাবেই আছে নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে আর ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয় এবং আফগানিস্তান শেষ দুই ম্যাচে হারলে ১০ পয়েন্ট নিয়ে কিউইরা যাবে সেমিফাইনালে। রান রেটের দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা ব্ল্যাক ক্যাপসরা লঙ্কানদের বিপক্ষে ১ রানে জিতলে, তাদের টপকাতে হলে পাকিস্তানের ইংল্যান্ডকে হারাতে হবে ১৩০ রানে। আর হেরে গেলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তানকে তাদের বাকি ম্যাচে হারতে হবে।

পাকিস্তান
ম্যাচ : ৮, পয়েন্ট : ৮, রান রেট : ০.০৩৬
বাকি ম্যাচ : ইংল্যান্ড
সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে বাবর আজমের দল শেষ চারের লড়াইয়ে টিকে আছে। তবে সেমিফাইনালটি পুরোপুরি তাদের হাতে নেই। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুধু জিতলেই চলবে না কামনা করতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের হার। যদি শ্রীলঙ্কার বিপক্ষে কিউইরা জিতে যায়, তাহলে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জন্য একটা সুবিধা হলো, তাদের শেষ ম্যাচ নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের পর। তাই সমীকরণ জেনেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবে তারা।


আফগানিস্তান
ম্যাচ : ৭, পয়েন্ট : ৮, রান রেট : –০.৩৩০
বাকি ম্যাচ : অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
যদি বাকি দুই ম্যাচ জিতে আফগানিস্তান, তাহলে কোনো হিসাব ছাড়াই ১২ পয়েন্ট নিয়ে তারা চলে যাবে সেমিফাইনালে। একটি ম্যাচ জিতলেও তাদের সুযোগ থাকবে, সেক্ষেত্রে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে তাদের ম্যাচে হারতে হবে। আবার একটি ম্যাচ না জিতলেও সুযোগ থাকবে, যদি পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে হেরে যায়। সেক্ষেত্রে সেমিতে ওঠার সমীকরণটা আফগানদের জন্য একটু কঠিন। কারণ তাদের রান রেট পুষ্টকর নয়। তাই দুটি ম্যাচ হারলে রশিদ খানদের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।

আরও পড়ুন