ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

দিল্লির বায়ুদূষণের মধ্যেই খেলতে হবে বাংলাদেশকে

দিল্লির বায়ুদূষণের মধ্যেই খেলতে হবে বাংলাদেশকে

ছবি- এএফপি

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৫:৪৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১১:৪৪

বিশ্বে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় একদম শীর্ষে রয়েছে নয়াদিল্লি। ভারতের রাজধানীর এ দূষণ এখন দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। বায়ুদূষণের মাত্রা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে জানিয়েছে ভারতীয় সরকারের বায়ু বিশেষজ্ঞ এজেন্সি গুলো। এদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সেমিফাইনালের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে দুই দল। বিশ্বকাপের বর্তমান পরিস্থিতিতে তাই এই ম্যাচের কোনো গুরুত্বই নেই। গুরুত্ত্বহীন এই ম্যাচেও লড়াই করতে হবে বাংলাদেশকে। কারণ এই ম্যাচ হেরে গেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাবে বাংলাদেশ।

তবে এই ম্যাচের আগে বাংলাদেশের ভাবনায় দিল্লির আবহাওয়া। আইসিসি জানিয়েছে, এখনই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত না হলেও আজকের সকালে পরিস্থিতি বিচার করে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বাংলাদেশও অনুশীলন করেছে মুখে মাস্ক লাগিয়ে। রোববার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল (একিউআই) ৪৬০। সোমবার সকালে সেই মাত্রা ৪৮৮ ছুঁয়েছে।

দিল্লির বায়ু দূষণের মধ্যে খেলতে এসে ২০১৭ সালেও ভুগেছিল শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বমি করেন বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার। এবার বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এমন পরিস্থিতি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে দলটি।

সেই প্রসঙ্গে রোববার শ্রীলঙ্কা দলের ম্যানেজার জানিয়েছেন, তারা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এখনও পর্যন্ত ম্যাচের স্থান পরিবর্তন করার কথা জানাননি। আইসিসি পরিস্থিতির পর্যালোচনায় এক বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে। প্রতিকার হিসেবে পানি ছেটানোর যন্ত্রের ব্যবস্থা এবং ড্রেসিংরুমে বায়ু পরিশোধকের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন