ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

শচীনকে স্পর্শ করে কোহলি, ‘তার মতো ভালো হতে পারব না’

শচীনকে স্পর্শ করে কোহলি, ‘তার মতো ভালো হতে পারব না’

কোহলি - শচীন

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৬:৫৮ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১২:৫৮

৩৫তম জন্মদিনটা এর চেয়ে ভালোভাবে উদযাপন করতে পারতেন না বিরাট কোহলি। বিশেষ দিনটা কোহলি রাঙিয়েছেন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের কীর্তি ছুঁয়ে। টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরি ৪৯টি।

৪৯তম শতরান করে ফেরার পরেই টুইট করেছিলেন শচীন। সেই বার্তায় প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শচীন লেখেন, ‘ভালো খেলেছ বিরাট। আমার ৩৬৫ দিন লেগেছে ৪৯ থেকে ৫০-এ যেতে। আশা করি, তুমি ৪৯ থেকে ৫০-এ চলে গিয়ে আমার রেকর্ড ভেঙে দেবে আগামী কয়েক দিনের মধ্যেই। অভিনন্দন!’

ম্যাচের পর কোহলিকে সে কথা মনে করিয়ে দিতেই ভারতের সাবেক অধিনায়কের উত্তর, ‘আমি কোনও দিনও শচীন হতে পারব না।’

কোহলি বলেন, ‘আমার নায়কের রেকর্ড স্পর্শ করা আমার জন্যে অনেক বড় গর্বের বিষয়। আমি জানি, মানুষজন তুলনা করতে পছন্দ করে। কিন্তু তার দিকে আমরা সকলে তাকিয়ে থাকার কারণ তো ছিল অবশ্যই, আমি কখনোই তার মতো ভালো হতে পারব না। ব্যাটিয়ের বেলায় সে নিখুঁত। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। যাই হয় না কেন, তিনি সবসময়ই আমার নায়ক হয়ে থাকবেন। এটা আবেগের মুহূর্ত। আমি জানি, আমি কোথা থেকে এসেছি। ওই দিনগুলো আমার মনে আছে, যখন তাকে টিভিতে দেখতাম। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে তাই অনেক বড় কিছু।’

আরও পড়ুন