ম্যাথুসের আউট কি ক্রিকেট স্পিরিটের পরিপন্থী
ছবি: আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১১:৪১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৯:২২
ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেল ম্যাথুস। আইসিসির নিয়ম অনুযায়ী, কোন ব্যাটার আউট হওয়ার পর বা স্বেচ্ছা অবসরে যাওয়ার পরে নতুন ব্যাটার ক্রিজে এসে বল খেলার জন্য দুই মিনিটের মধ্যে প্রস্তুত না হলে প্রতিপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিতে পারবেন আম্পায়ার।
শ্রীলঙ্কার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে এসে ম্যাথুস দুই মিনিটের মধ্যে ব্যাট করার জন্য প্রস্তুত হতে পারেননি। তার হেলমেটে সমস্যা দেখা দেওয়ায় তিনি হেলমেট পরিবর্তন করার জন্য টাইম নষ্ট করে ফেলেন।
সাকিবের আবেদনের প্রেক্ষিতে তাই টাইমড আউট হন ম্যাথুস। বিষয়টি নিয়ে ক্রিকেট দুনিয়া দুইভাগে বিভক্ত। ক্রিকেট স্পিরিট নিয়েও প্রশ্ন উঠেছে। সাকিব টাইমড আউটের আবেদন না করে ম্যাথুসকে সতর্ক করে দিতে পারতেন এমন মন্তব্য করেছেন অনেকে।
আবার কেউ কেউ বলেছেন, এটা মানকাডিংয়ের মতো একটি আউট। আইনে যেহেতু আছে স্পিরেটের পরিপন্থী ভাবার কারণ নেই। কেউ কেউ দোষ দেখেছেন ম্যাথুসের। তার ব্রেন ফেড অর্থাৎ তাৎক্ষনিক বুদ্ধি লোপ পেয়েছিল কিনা প্রশ্ন তোলা হয়েছে।
তাদের মতে, ম্যাথুস একটা বল খেলে ওই হেলমেট পরিবর্তন করতে পারতেন। কিংবা বোলার যেহেতু সাকিব আল হাসান ছিলেন অর্থাৎ স্পিন বোলিংয়ের বিপক্ষে হেলমেট ছাড়াই একটা বল খেলতে পারতেন তিনি। ম্যাথুসের মতো অভিজ্ঞ ব্যাটারের ভুল হেলমেট নিয়ে খেলতে নামাও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে।
বিষয়টি নিয়ে ধারাভাষ্যকক্ষে ওয়াকার ইউনূস বলেছেন, ‘এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী। ক্রিকেটের জন্য ভালো কোন ঘটনা নয়। হেলমেটের জন্য ২-৩ মিনিট দেরি হলে কিছুই হতো না।’ রমিজ বলেছেন, ‘এটা নিশ্চয় লঙ্কানকে রাগিয়ে দেবে।
গৌতম গম্ভীর টুইট করেছেন, ‘দিল্লিতে আজ যা দেখা গেল, সত্যিই হৃদয়বিদারক।’ ডেল স্টেইন লিখেছেন, ‘এটাকে ভালো ঘটনা বলা যাচ্ছে না।’
অজি ক্রিকেটার উসমান খাজার মতে, এটা টাইমড আউট হওয়ার মতো ঘটনা না। কারণ ম্যাথুস সময় মতো ক্রিজে এসে ব্যাটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। এমন সময় হেলমেটে সমস্যা ধরা পড়ে। তবে ক্রিকেট পরিসংখ্যানবিদ মাহজার আরশাদ লিখেছেন, ‘সাকিব ভুল কিছু করেননি। ম্যাথুস ২০১৪ সালে যখন অধিনায়ক ছিলেন বেয়ারস্টোর মানকাডিং প্রত্যাহার করেননি। ম্যাথুসের তা ভুলে যাবার কথা নয়।’