বন্যা-ফ্লাইটে বিলম্ব, আগে যারা ‘টাইমড আউট’ হয়েছেন
ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:১৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২০:১৪
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেল ম্যাথুস। সোমবার দিল্লি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ২৫তম ওভারে টাইমড আউট হন তিনি। সময় মতো ক্রিজে আসলেও হেলমেট খারাপ থাকায় তা পরিবর্তন করতে গিয়ে সময় অতিবাহিত করে ফেলেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিজে আসা ব্যাটারকে ২ মিনিটের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। ম্যাথুস তা পারেননি। যে কারণে বাংলাদেশ অধিনায়ক সাকিবের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইমড আউট দিয়েছেন আম্পায়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুস প্রথম টাইমড আউট হলেও ঘরোয়া ক্রিকেটে এর আগে ছয় ব্যাটার ওই আউট হয়েছেন। তাদের আউট হওয়ার কারণও বেশ মজার। কেউ রাস্তায় বন্যা থাকায় নির্ধারিত সময়ে মাঠে আসতে পারেননি। কারো ফ্লাইট বিলম্ব হয়েছে। আবার কেউ ইনজুরি বা ডাগ আউটে কোচের সঙ্গে পরামর্শ করতে গিয়ে সময় শেষ করে ফেলেন।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটে এন্ড্রু জর্ডানের সঙ্গে ঘটেছিল টাইমড আউটের ঘটনা। রাস্তায় পানি উঠে যাওয়ায় তিনি নাকি নির্ধারিত সময়ে ক্রিজে যাওয়া তো দূরে যাক মাঠেই আসতে পারেননি। ভারতের ক্রিকেটার হেমুলাল যাদব ক্রিজে আসার আগে ডাগ আউটে কোচের সঙ্গে কথা বলছিলেন। এর মধ্যে টাইমড আউট হয়ে যান তিনি।
ভাসবার্ট ড্রাকেসের সঙ্গে টাইমড আউটের ঘটনা ঘটেছে। এই ক্রিকেটার বিমানের ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে মাঠে আসতে পারেননি। এজে হ্যারিসের গ্রোন ইনজুরি ছিল। ওই ইনজুরির কারণে হেঁটে ক্রিজে আসতে আসতে টাইমড আউট হয়ে গিয়েছিলেন। রায়ান অস্টিন নির্ধারিত সময়ে ক্রিজে আসতে না পেরে টাইমড আউট হন। আর চার্লস কুঞ্জের টাইমড আউট হওয়ার কারণ জানা যায়নি।
বাংলাদেশের সাব্বির রহমান একবার ওই ঘটনার সাক্ষী হতে যাচ্ছিলেন। ঘটনা চলতি বছরের ১১ মে’র। ডিপিএলে লিজেন্ড অব রূপগঞ্জে ম্যাচ খেলবেন বলে টিম ম্যানেজমেন্টকে জানান সাব্বির। ফতুল্লায় ম্যাচ শুরু হয়ে গেলেও ঢাকায় ঘুরে বিভোর ছিলেন তিনি। সাব্বিরকে অবশ্য একাদশে রেখে দল জমা না দেওয়ায় তিনি বাজে ওই ঘটনা থেকে মুক্তি পান।