ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

যুদ্ধে নেমে জয় সবকিছুর আগে: সাকিব 

যুদ্ধে নেমে জয় সবকিছুর আগে: সাকিব 

ছবি: এএফপি

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৭:১০ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২৩:১০

সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে অ্যাঞ্জেল ম্যাথুস ‘টাইমড আউট’ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেখা গেছে এই আউট। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা বলেছেন সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষকরা। ভক্তরাও দুই ভাগে বিভক্ত। 

তবে সাকিব অত কিছু ভাবতে চান না। তার কাছে দলের জয় সবকিছুর আগে। সেজন্য ওই ‘টাইমড আউট’ ভুল নাকি শুদ্ধ তা নিয়ে ভাবতে নারাজ তিনি। 

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে সাকিব বলেছেন, ‘দলের একজন ফিল্ডার এসে বলে আমরা আবেদন করলে আউট হবে। আমি আম্পায়ারের কাছে আবেদন করি। উনি জানতে চান আমি সিরিয়াস নাকি পরে আবার আউট প্রত্যাহার করবো। এটা আইনে আছে, আমি জানি না এটা ভুল নাকি শুদ্ধ।’ 

ম্যাথুসের টাইমড আউটে দলের জয়ে ভূমিকা থাকতে পারে জানিয়ে সাকিব বলেছেন, ‘যুদ্ধে নেমে দলের জয় নিশ্চিত করতে যা দরকার তাই করতে হবে। সঠিক নাকি ভুল এসব নিয়ে বিতর্ক থাকবে। তবে আইনে থাকলে এমন আউটের সুযোগ নিতে আমার আপত্তি নেই।’ 

ম্যাথুসের ওই টাইমড আউট এবং তার সঙ্গে কথা কাটাকাটি শেষ পর্যন্ত ম্যাচটা জমিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন সাকিব। তার বয়স এখন ৩৬ বছর হয়ে গেছে। এখন আর আগের মতো লড়াই করার উৎসাহ পান না। তারপরও ওই কারণে লড়াইয়ের বাড়তি তাগাদা পেয়েছেন বলেও মন্তব্য করেছেন বল হাতে ২ উইকেট নেওয়া ও ব্যাট হাতে ৮২ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া সাকিব।  

আরও পড়ুন