লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচ নিয়ে তদন্তের দাবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ১২:০০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ | ০০:৫২
১১ মার্চ অ্যানফিল্ডে অনুষ্ঠিত লিভারপুল-অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ থেকে করোনা ছড়ানোর আশঙ্কার কথা কদিন আগে জানিয়েছিলেন ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান। এবার বিষয়টি নিয়ে তোপ দেগেছেন লিভারপুলের মেয়র। করোনাভাইরাসের মহামারির ভয়াবহতার কথা জেনেও কেমন করে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুল-অ্যাথলেটিকো ম্যচটি অ্যানফিল্ডে ৫২ হাজার দর্শকের সামনে আয়োজন করা হলো?
এ নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুলের মেয়র স্টিভ রথারাম। শুধু তাই নয়, ওই ম্যাচ আয়োজনের অন্তরালে আসল উদ্দেশ্য কী, তা বের করতে সরকারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
মেয়র স্টিভ রথারাম আরও বেশি বিস্মিত এটা দেখে যে, সে সময় লা লিগার ম্যাচগুলো ফাঁকা গ্যালারিতে হলেও অ্যানফিল্ডে এত দর্শক হলো কী করে! মজার বিষয় হচ্ছে, স্পেনে লা লিগায় অ্যাথলেটিকোর ম্যাচ দেখা থেকে বঞ্চিত হলেও মাদ্রিদের তিন হাজার দর্শক কিন্তু ঠিকই ইংল্যান্ডে গিয়ে খেলা উপভোগ করে এসেছেন।
মেয়র মনে করছেন, ওই ম্যাচ দিয়ে ইংল্যান্ডে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ হলেও হতে পারে। তার কথায় সেটা সত্যি হলে একে বিরাট একটি কেলেঙ্কারি হিসেবেই ধরতে হবে। মেয়র স্টিভ এক সাক্ষাৎকারে বলেন, 'যদি ওই অনভিপ্রেত ম্যাচের জন্য মানুষ সংক্রমিত হয়ে থাকে, তাহলে আমি সেটাকে কেলেঙ্কারি হিসেবে ধরব।
অ্যাথলেটিকো সমর্থকদের কাছ থেকে কেউ সংক্রমিত হয়েছে কিনা, আমার মতে সেটা তদন্ত করা দরকার। সবাই জানে বিশ্বে বেশ কিছু শহরে আগে থেকেই করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছিল। সে শহরগুলোর মধ্যে মাদ্রিদ অন্যতম।' করোনাভাইরাসের ভয়াবহতায় তখন সত্যিকার অর্থে মাদ্রিদের দিশেহারা অবস্থ্থা ছিল। এ কারণেই মাদ্রিদের মেয়র হোসে আলমেইদা মার্তিনেসও মনে করছেন, দর্শকপূর্ণ গ্যালারিতে তখন ম্যাচ আয়োজন ছিল বিরাট ভুল সিদ্ধান্ত।