আইসিসির সেরা একাদশে অস্ট্রেলিয়ার দুই

শিরোপা হাতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার উদযাপন। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ১৭:১৩
স্বাগতিক ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। তবে আইসিসির সেরা একাদশে রানার্স আপ ভারতের ক্রিকেটারে ভরপুর। ভারতের ছয় জন ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। সেখানে শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার মাত্র দু’জন আছেন একাদশে।
ব্যাট হাতে কুইন্টন ডি কক দুর্দান্ত খেলেছেন। অবসরের ঘোষণা দিয়ে ভারতে পা রাখা এই ব্যাটার আসরের তৃতীয় সেরা ৫৯৪ রান করেছেন। চারটি সেঞ্চুরি করেছেন তিনি। ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা। তারা দু’জন আছেন আইসিসির সেরা একাদশে।
তিনে বিরাট কোহলিকে না রেখে উপায় নেই। আসরের সর্বোচ্চ রান করেছেন তিনি। ব্যাট হাতে খেলেছেন ম্যাচ জয়ী দুর্দান্ত সব ইনিংসও। চারে রাখা হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিশেলকে। তিনিও মিডল অর্ডারে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। আসরের পঞ্চম সেরা রান করেছেন। টপ অর্ডারে দুর্দান্ত ব্যাট করলেও তরুণ রচিন রবীন্দ্রর সেরা একাদশে জায়গা হয়নি।
আইসিসির বিশ্বকাপ দলে পাঁচে রাখা হয়েছে কেএল রাহুলকে। ছয় ও সাতে আছেন অস্ট্রেলিয়া ও ভারতের দুই স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাদেজা। ম্যাক্সওয়েল আসরের সর্বোচ্চ ২০১ রানের ইনিংস খেলেন। ব্যাটিং ও বোলিংয়ে ভালো করেছেন জাদেজাও। এছাড়া স্পিন বিভাগে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে রাখা হয়েছে।
পেস বোলিং লাইনে ভারতের জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি আছেন। তাদের সঙ্গে আছেন শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান। শামি, জাম্পা ও মাদুশান যথাক্রমে আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
আইসিসির বিশ্বকাপ একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ডারেল মিশেল, কেএল রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, প্রমোদ মাদুশান, অ্যাডাম জাম্পা ও মোহাম্মদ শামি।