ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

অসুস্থ মায়ের চিন্তা মাথায় নিয়ে খেলেছেন শামি 

অসুস্থ মায়ের চিন্তা মাথায় নিয়ে খেলেছেন শামি 

ছবি: টুইটার

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ১৭:৪৭

মোহাম্মদ শামির বিশ্বকাপ যাত্রা শুরু হয় বেঞ্চে বসে। হার্ডিক পান্ডিয়ার ইনজুরিতে একাদশে ঢুকে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি এই পেসার। সেমিফাইনাল পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৩ উইকেট দখল করেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের বড় ভরসার জায়গা ছিলেন শামি।

বিশেষ করে দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪০ রানে অলআউট হয়ে যাওয়ায়। শামিও দায়িত্ব কাঁধে নিয়ে শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দেন। তবে পরে আর উইকেট পাননি। ম্যাচ শেষে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সকালে তার মা আনজুম আরা অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। 

অসুস্থ মায়ের চিন্তা মাথায় নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন আসরের সর্বোচ্চ ২৪ উইকেট নেওয়া এই পেসার। অথচ কথা ছিল তার মা-বাবাসহ পুরো পরিবার আহমেদাবাদে ছেলের বিশ্বকাপ ফাইনাল দেখতে  আসবেন। কিন্তু তার মা অসুস্থ হয়ে পড়ায় বাবা-মা গ্যালারিতে ছেলেকে উৎসাহ দিতে আসরে পারেননি। কেবল তার বড় ভাই হাসিব ও স্ত্রী-সন্তান উপস্থিত ছিলেন গ্যালারিতে। 

ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হারের পর ভারতের ক্রিকেটাররা মানসিকভাবে খারাপ অবস্থায় ছিলেন। শামির অবস্থা আরও নাজুক হওয়ার কথা। তবে ড্রেসিংরুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে তাদের স্বান্তনা দেন। শামিকে জড়িয়ে ধরেন মোদি। এছাড়া অন্য ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। 

ম্যাচ শেষে শামি টুইট করেছেন, ‘দূভাগ্যবশত, গতকাল দিনটা আমাদের ছিল না। আমি ভারতের সকল ভক্তদের ধন্যবাদ দেব, আসরজুড়ে তারা আমাদের সমর্থন দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তিনি আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের উজ্জীবিত করেছেন। আমরা অবশ্যই এই ধাক্কা সামলে নেব।’

আরও পড়ুন