ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর: নতুন নেতৃত্বে পুরনো দল 

পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর: নতুন নেতৃত্বে পুরনো দল 

ছবি: আইসিসি

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ২২:০৩

ডিসেম্বরে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। হেড কোচ মোহাম্মদ হাফিজের অধীনে, শান মাসুদের নেতৃত্ব নতুন শুরু করবে পাকিস্তান। প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া ওয়াহাব রিয়াজ ওই দলে ২১ বছর বয়সী সাঈম আইয়ূব ও ২৩ বছর বয়সী খুররম শাহজাদকে ডেকেছেন। 

এছাড়া ২৭ বছর বয়সী পেস অলরাউন্ডার আমির জামাল ডাক পেয়েছেন। বাকিরা পুরনো মুখ। নেতৃত্ব ছেড়ে দেওয়া বাবর আজম আছেন দলে। 

দল নিয়ে রিয়াজ বলেছেন, ‘সাঈমকে দুর্দান্ত ঘরোয়া ক্রিকেট খেলার জন্য দলে ডাকা হয়েছে। কায়েদ-ই -আজম ট্রফিতেও সে ভালো করেছে। তার অর্ন্তভূক্তি দলের ব্যাটিং শক্তি বাড়াবে। 

অস্ট্রেলিয়া সফরের দলে বোলিং আক্রমণে শাহিন আফ্রিদি, ওয়াসিম জুনিয়রের সঙ্গে আছেন হাসান আলী ও মির হামজা। এছাড়া পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে রাখা হয়েছে দলে। 

বিষয়টি নিয়ে রিয়াজ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনের কথা বিবেচনায় নিয়ে দল ঘোষণা করা হয়েছে। উইকেটের কথা মাথায় রেখে পেসারদের নির্বাচন করা হয়েছে। যাতে করে ম্যানেজমেন্ট একাদশ সাজাতে সাবলীল হতে পারে।’ 

পাকিস্তান ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাবে। তার আগে লাহোরে ২৩ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ ডিসেম্বর শুরু করবে সিরিজ। 

পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমমা উল, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ  রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নওমান আলী, সাঈম আইয়ূব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন আফ্রিদি।

আরও পড়ুন