নতুন-পুরনোর মিশেলে অস্ট্রেলিয়ার টি-২০ দল

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৫:১৯
ভারতের বিপক্ষে আগামী ২৩ নভেম্বর থেকে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওই সিরিজে বিশ্বকাপ জয়ী দলের বেশ ক’জনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় দলের বাইরে থাকাদের ডাকা হয়েছে।
বিশ্বকাপ জয়ী ওপেনার ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওয়ার্নার আগামী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। ওই টেস্ট সিরিজের জন্য মানসিকভাবে সতেজ হওয়ার জন্য তাকে দেশে পাঠিয়ে বিশ্রামের সুযোগ করে দেওয়া হয়েছে।
এছাড়া বিশ্বকাপ জয়ী দলের তিন পেসার প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও জস হ্যাজলউড নেই ভারত সিরিজের দলে। মিশেল মার্শ ও ক্যামেরুন গ্রিনকেও বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্বকাপ জয়ী দলের ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ আছেন ভারতের বিপক্ষে সিরিজে।
অস্ট্রেলিয়ার টি-২০ দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনড্রফ, শেন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাংঘা, ম্যাথু মট, স্টিভ স্মিথ, মার্কোস স্টইনিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।