ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মেসিকে নিয়ে চিন্তা না করা অসম্ভব: দিনিজ

মেসিকে নিয়ে চিন্তা না করা অসম্ভব: দিনিজ

ছবি: এএফপি

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৫:৪১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ১৬:০৮

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে আলো থাকবে লিওনেল মেসির দিকে। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ব্রাজিলে ম্যাচ খেলবেন লিও। 

তারওপর ব্রাজিল দলে আলো কাড়ার মতো যে দু’জন তারকা ছিলেন তারা ইনজুরিতে আছেন। একজন  নেইমার জুনিয়র। যিনি গত মাসের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছেন। অন্যজন ভিনিসিয়াস জুনিয়র। কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ইনজুরিতে পড়েছেন রিয়ালের এই তরুণ।

নেইমার-ভিনিকে ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে দলকে জয়ে ফেরানোর চাপ যেমন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজের কাঁধে। তেমনি লিওনেল মেসিকে আটকে রাখার চ্যালেঞ্জও নিতে হবে তাকে। আর মেসির মতো একজনকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই বলে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন কোচ দিনিজ।

তিনি বলেছেন, ‘মেসির মাপের একজন ফুটবলারকে নিয়ে আপনি চিন্তা না করে থাকতে পারবেন না। তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। যাতে করে আমরা মেসির সমস্ত সৃজনশীল কাজ আটকে রাখতে পারি। মেসির সঙ্গে ডিল করা অবশ্যই কঠিন এবং চিন্তার বিষয়। মাঠে মেসির যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার মতো একজনকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে থাকা অসম্ভব।’ 

ব্রাজিল ও আর্জেন্টিনা বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছ’টায় মুখোমুখি হবে। ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয়হীন। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত ম্যাচে উরুগুয়ের বিপক্ষে  প্রথমবার হারের স্বাদ পেয়েছে।

আরও পড়ুন