ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাল শ্রীলঙ্কা 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাল শ্রীলঙ্কা 

ছবি: ফাইল

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৭:০৪

আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল শ্রীলঙ্কা। তবে আসরটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগামী ১৪ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে। আসরটি শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে আইসিসি লঙ্কান বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে। হস্তক্ষেপ মুক্ত করে লঙ্কান বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার জন্য সময় বেধে দিয়েছিল আইসিসি।

এখন পর্যন্ত  দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে দেশটিতে নিয়ম অনুযায়ী ক্রিকেট চলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সঙ্গে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের সূচি সাংঘর্ষিক। আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দক্ষিণ আফ্রিকা লিগ টি-২০। তবে দুই ইভেন্ট একসঙ্গে চালনা করতে অসুবিধা হবে না বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন