- খেলা
- মাশরাফিকে ছাড়াই উইন্ডিজ সিরিজের প্রাথমিক ওয়ানডে দল
মাশরাফিকে ছাড়াই উইন্ডিজ সিরিজের প্রাথমিক ওয়ানডে দল

ছবি: ফাইল
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের ২৪ সদস্যের ওই প্রাথমিক দলে নেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া টেস্ট সিরিজের জন্য দেওয়া হয়েছে ২০ জনের প্রাথমিক দল।
প্রাথমিক ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ ইমন। দু'জনই সর্বশেষ বঙ্গবন্ধু টি-২০ কাপে দারুণ ছন্দে ছিলেন। শরিফুল বল হাতে করেছেন দুর্দান্ত। বরিশালের হয়ে সেঞ্চুরি করে আলো কাড়েন পারভেজ ইমন। ওয়ানডে সিরিজের এই প্রাথমিক দলে ডাক পেয়েছেন ছয়জন পেসার।
ওদিকে টেস্টে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদের মতো পেসাররা। এর আগে তৈরি হওয়ার কথা বলে মুস্তাফিজকে টেস্ট দলের বাইরে রাখা হয়েছিল। ইনজুরি কাটিয়ে ফিরেছেন খালেদ আহমেদ এবং ওপেনার সাদমান ইসলাম। এছাড়া টেস্টের প্রাথমিক দলে আছেন ইয়াসির আলী, পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক নুরুল হাসান।
প্রাথমিক দলে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা আগামী ৭ জানুয়ারি অনুশীলনে নামবেন। ওয়েস্ট ইন্ডিজের ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা। তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে সিরিজ।এরই মধ্যে এই সিরিজ সামনে রেখে বাংলাদেশে আসতে শুরু করেছেন জাতীয় দলের কোচিং স্টাফরা।
ওয়ানডে সিরিজের প্রাথমিক দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল ইসলাম শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ ইমন, মাহেদি হাসান, রুবেল হোসেন।
প্রাথমিক টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাদমান ইসলাম।
মন্তব্য করুন