বার্সেলোনা থেকে প্রতি মৌসুমে ৫৫৫ মিলিয়ন ইউরো আয় করেন মেসি। কিভাবে এতো টাকা তিনি পান। বেতন কত, বোনাস কত সব ফাঁস করে দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্ডো। অনেকে দাবি করেছেন, মেসিকে এই উচ্চ বেতন দেওয়ার কারণেই দেউলিয়া হতে বসেছে বার্সা।

ক্লাবটির আর্থিক অনটন, ফুটবলারদের বেতন কাটতে জোরাজুরি, মেসির বার্সা ছাড়তে চাওয়ার গুঞ্জনের সময় এই চুক্তির তথ্য ফাঁস বদলে দিয়েছে দৃশ্যপট। অনেকে তাই বার্সার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউয়ের দিকে আঙুল তুলছেন। তাদের দাবি, দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়া প্রেসিডেন্ট বার্তামেউ সংবাদ মাধ্যমে চুক্তির তথ্য ফাঁস করেছেন।

স্প্যানিশ সংবাদ মাধ্যম এরই মধ্যে বার্তামেউসহ পাঁচজনের নামও উল্লেখ করেছে। দাবি করা হয়েছে, ওই পাঁচজনই কেবল মেসির সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তির খুটিনাটি বিষয় জানতেন। কিন্তু বার্তামেউ চুক্তি বিষয়ক কোন তথ্য ফাঁসের অভিযোগ নাচক করে দিয়েছেন।

তিনি বলেছেন, 'এটা খুবই বড় বিষয়। পেশাদারিত্বের খাতিরে চুক্তির তথ্য ফাঁস করা বে-আইনি। টিভি কিংবা সংবাদ মাধ্যমে অন্যকে দোষ দেওয়া খুবই সহজ। কিন্তু বিষয়টি অতো সহজ কিছু নয়। কারণ এটার সুরহা আদালতে হবে। যাহোক, মেসি তার চুক্তির প্রতিটি ইউরো পাওয়ার যোগ্যতা রাখে। খেলোয়াড় হিসেবে এবং ব্যবসায়িক দুই দিক বিবেচনায়ই। করোনা মহামারী না আসলে, এই অর্থ মেসিকে দিতে বার্সার কোন অসুবিধাও হতো না।'

এদিকে এরই মধ্যে মেসির আইনজীবী চুক্তি ফাঁস করায় আইনের দারস্থ হয়েছেন। বার্সার প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্টও মনে করছেন, মেসির বেতন হিসেবে পাওয়া অঙ্কটা ঠিকই আছে। ওদিকে মেসির চুক্তির তথ্য ফাঁস করায় খেপেছেন কাতালান কোচ রোনাল্ড কোম্যান। তার মতে, যে বা যারা কাজটা করেছে বার্সায় তাদের কোন জায়গা নেই।