- খেলা
- ছেলেকে খুন করে মা বললেন ‘ঈশ্বরের উদ্দেশে বলিদান’
ছেলেকে খুন করে মা বললেন ‘ঈশ্বরের উদ্দেশে বলিদান’

প্রতীকী ছবি
প্রথমে ৬ বছর বয়সী ছেলেকে কুপিয়ে খুন করেছেন মা। তারপর পুলিশকে ফোন করে নিজেই সব জানিয়েছেন। বলেছেন, ‘ঈশ্বরের উদ্দেশে বলিদান’ দিতেই এই কাজ করেছেন তিনি।
রোববার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভারতের কেরলের পালাক্কাড় জেলায়। এই ঘটনায় এই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীর নাম শাহিদা। তার তিনটি সন্তান রয়েছে। বর্তমানে আবারও গর্ভবতী তিনি।
পুলিশ জানিয়েছে, রোববার গভীর রাতে নিজের ছেলেকে হত্যা করেছেন শাহিদা। তখন পাশের ঘরে বাকি দুই সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন তার স্বামী। ছেলেকে হত্যার পর শাহিদা নিজেই পুলিশকে সব জানান। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও ওই গৃহবধূর মানসিক সুস্থতাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুরে কয়েক আগে এভাবেই কুসংস্কারের বশে নিজের দুই মেয়েকে হত্যা করেন বাবা–মা।
মন্তব্য করুন