- খেলা
- কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস
কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

ছবি: ফাইল
ইন্টার মিলানের বিপক্ষে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোল শূন্য সমতা করেছে জুভেন্টাস।
তবে প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে এগিয়ে থাকায় কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করেছে ওল্ড লেডিরা।
মঙ্গলবার রাতের ম্যাচে জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে গোল শূন্য সমতা করে স্বাগতিকরা। তবে প্রথম লেগে আন্দ্রে পিরলোর দল জয় পায় ২-১ গোলে।
ওই ম্যাচের শুরুতে লওতারো মার্টিনেজের গোলে পিছিয়ে যায় তুরিনের দলটি। তবে রোনালদো ২৬ এবং ৩৫ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন।
সিআরসেভেনের ওই পারফরম্যান্সই জুভেন্টাসের ফাইনাল নিশ্চিত করতে যথেষ্ঠ প্রমাণ হয়েছে।
আগামী ১৯ মে সুপার কোপা ইতালিয়ার ফাইনাল মাঠে গড়াবে। তবে এখনও রোনালদোদের প্রতিপক্ষ ঠিক হয়নি।
বুধবার রাতে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে মাঠে নামবে নাপোলি ও আটালান্টা। এর আগে সেমিফাইনালের প্রথম লেগে গোল শূন্য সমতা করে দুই দল।
মন্তব্য করুন