- খেলা
- মেসিদের আরও একটি শিরোপার স্বপ্নে ধাক্কা
মেসিদের আরও একটি শিরোপার স্বপ্নে ধাক্কা

ছবি: মার্কা
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ফাইনালে শেষ মুহূর্তে হেরে স্প্যানিশ সুপার কোপার শিরোপা হারিয়েছে বার্সেলোনা। এবার কোপা দেল রে'র সেমিফাইনালে ধাক্কা খেয়েছে কাতালানরা। সেভিয়ার মাঠে প্রথম লেগে হেরেছে ২-০ ব্যবধানে। দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুতে ৩ মার্চ তাই লিওনেল মেসিদের দিতে হবে বড় পরীক্ষা।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করে প্রথমে এগিয়ে যায় সেভিয়া। বল দখল করে খেলতে পছন্দ করা সাবেক স্পেন এবং রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগুইয়ের দল ৮৫ মিনিটে গোল করে ফাইনালের পথে বাড়িয়ে দেয় এক পা। এবার বার্সার কপিনে পেরেক ঠোকেন পর হয়ে যাওয়া ঘরের ছেলে ইভান রাকিটিচ।
দ্বিতীয় মেয়াদে সেভিয়ায় ফিরে তার পাওয়া ওই গোলে ঘরের মাঠে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লস নার্ভিওনেনসেসরা। স্প্যানিশ সুপার কোপা হারানো বার্সার সামনে বলতে গেলে চলতি মৌসুমে লিগ ট্রেবলের মধ্যে জেতার সুযোগ আছে এই কোপা দেল রে। সেখানেও ধাক্কা খেয়েছে রোনাল্ড কোম্যানের দল।
কারণ এক ম্যাচ বেশি খেলে অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ পয়েন্ট টেবিলে তিনে আছে বার্সা। লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা তাদের টিমটিম করে জ্বলছে। কোপা দেল রে'ও শেষ হলে গেল মৌসুমের মতো লিগ শিরোপার লড়াইয়ে খালি হাতে ফিরতে হবে তাদের।
দলের হতাশার এই হারের পেছনে অবশ্য বার্সা কোচ কোম্যান দোষ দেখছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিসহ অন্যদের, 'প্রথম গোলটা আমরা অনেক বেশি জায়গা ছেড়ে দিয়ে খেয়েছি। শুধু রক্ষণে নয়, মাঝমাঠেও। দ্বিতীয় গোলটি অফসাইডের ফাঁদে ফেলে বাঁচানো যেত। মাঠে উমতিতি অন্যদের মতোই ভুল করেছে। শুধু তার দিকে আঙুল তোলা ঠিক হবে না।'
মন্তব্য করুন