- খেলা
- এইচপি দল ঘোষণা, হেড কোচ রমানায়েকে
এইচপি দল ঘোষণা, হেড কোচ রমানায়েকে

ছবি: ফাইল
আয়ারল্যান্ডস উলভসের বিপক্ষে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল একটি চারদিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-২০ খেলবে। ঘরের মাঠে ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
এছাড়া এইচপি দলের কোচ টবি রেডফোর্ড অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারছেন না। তার জায়গায় তাই লংকান কোচ চম্পাকা রমানায়েকে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। রমানায়েকে মূলত এএইচপি দলের পেস বোলিং কোচ।
রমানায়েকের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এইচপি ম্যানেজার জামাল বাবু ক্রিকবাজকে বলেন, 'আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আসতে পারবেন না টবি। কারণ তিনি অসুস্থ। এই অবস্থায় বাংলাদেশে আসার ছাড়পত্রও পাবেন না তিনি। এরই মধ্যে চট্টগ্রামে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়া চম্পকা তাই প্রধান কোচের দায়িত্বে থাকবেন।'
এইচপি দলের এই সিরিজে চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরের দুটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ মাঠে গড়াবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এইচপি দল: সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন, শাহদাত হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম পাটওয়ারি, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল ইসলাম, তানভির ইসলাম, রিশাদ হোসাইন, মাহিদুল অঙ্কন, আকবর আলী।
মন্তব্য করুন