- খেলা
- মিরাজের একশ’, রফিককে ছাড়ানোর অপেক্ষা
মিরাজের একশ’, রফিককে ছাড়ানোর অপেক্ষা

ছবি: ফাইল
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ম্যাচটায় জেতা উচিত ছিল বাংলাদেশের। কিন্তু বল হাতে মিরাজকে অন্যরা সঙ্গ দিতে না পারায় শেষ পর্যন্ত হারে টাইগাররা।
ঢাকায় সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও শতক ছুঁয়েছেন ডানহাতি অফ স্পিনার মিরাজ। তবে ব্যাট হাতে নয় ঘূর্ণির জাদুতে। তিনে নামা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান শাইনি ময়েসলিকে আউট করে টেস্টে দেশের হয়ে একশ’ উইকেট পূর্ণ করেন মিরাজ।
হয়ে যান যৌথভাবে দেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক। যৌথভাবে কারণ মোহাম্মদ রফিকও টেস্টে নিয়েছেন একশ’ উইকেট। তবে মিরাজ তার চেয়ে ৯ টেস্ট কম খেলেই শত উইকেটের কোটা পূরণ করেছেন।
মিরাজের সামনে সুযোগ আছে ঢাকা টেস্টেই রফিককে ছাড়িয়ে যাওয়ার। তার জন্য একটি উইকেট নিতে হবে তার। এ নিয়ে বাংলাদেশের হয়ে একশ’ উইকেট পূর্ণ করলেন বাংলাদেশের চার বোলার। চারজনই স্পিনার। তাদের মধ্যে তিনজন আবার বাঁ-হাতি।
অপর দু’জন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। দেশ সেরা ক্রিকেটার সাকিব টেস্টে দেশের হয়ে ৫৭ ম্যাচ খেলে নিয়েছেন ২১০ উইকেট। তাইজুল দখল করেছেন ৩১ টেস্টে ১২৩ উইকেট। মিরাজ খেলছেন ২৪তম টেস্ট।
মন্তব্য করুন