- খেলা
- এভাবে চলতে দেওয়া যায় না: পাপন
এভাবে চলতে দেওয়া যায় না: পাপন

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলের খেলোয়াড়দের উপর ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, এভাবে চলতে দেওয়া যায় না।
ম্যাচ ও সিরিজ হারের পর রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাপন বলেন, হাতেগোনা কয়টা স্পিনার আছে আমাদের? সাকিবকে আপনি বাদ দিন। এ ছাড়া স্পিনার কয়টা আছে আমাদের? দু-তিনজন... কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে।
পাপন বলেন, আমাকে তো বলা হয়েছে বেশি পেসার খেলবে। পরে তো দেখি মাঠে নামছে না। ক্যাপ্টেন আর কোচ ডিসিশন মেকার এখানে, আমরা কেউ নেই তো আর। জবাবদিহি চাইব সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইব
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে রোববার ঢাকা টেস্টে ১৭ রানে হারে বাংলাদেশ। ২০১২ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে সিরিজের সব ম্যাচে হারল তারা।
এর আগের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ। এবারও ওয়ানডে সিরিজে করে হোয়াইটওয়াশ। কিন্তু টেস্টে উল্টো ফলের জন্য দলের সবার থেকে জবাব চাওয়ার কথা বললেন বিসিবি প্রধান।
মন্তব্য করুন