- খেলা
- বার্সায় আসতেই পিএসজি প্রেসিডেন্টকে 'চোর' বলে গালি
বার্সায় আসতেই পিএসজি প্রেসিডেন্টকে 'চোর' বলে গালি

ছবি: ফাইল
তিন মৌসুম আগে ক্যাম্প ন্যু থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছিনিয়ে নিয়ে গেছে পিএসজি। প্যারিসের ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির কাতারি অর্থের ঝনঝনানির কাছে আত্মসমর্পণ করেছ বার্সা। পরে নেইমার কাতালান শিবিরে ফিরতে চাইলেও খেলাইফির মোটা অর্থের শর্তের কারণে সম্ভব হয়নি সেটা।
এখন আবার পিএসজি প্রেসিডেন্ট বার্সার সর্বকালের সেরা ফুটবলার এবং কাতালানদের ইতিহাস সেরা গোলদাতা মেসির দিকে চোখ দিয়েছে। চলতি মৌসুম শেষে ক্যাম্প ন্যু থেকে মেসিকে প্যারিসে আনতে চান তারা। জমাতে চান মেসি-নেইমার জুটি।
এই গুঞ্জনের মধ্যেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হতে বার্সেলোনায় এসেছে পিএসজি। দলের সঙ্গে এসেছেন পিএসজি প্রেসিডেন্ট খেলাইফিও। তিনি বার্সেলোনার বিমানবন্দরে পা রাখতেই এক ভক্ত চিৎকার দিয়ে বলে ওঠেন, 'মেসিকে একা ছেড়ে দাও; চোর কোথাকার।'
স্প্যানিশ এক টিভির ফুটেজে ধরা পড়েছে ভক্তের ওই চিৎকার। কিছুক্ষণ পরে আরও এক ভক্ত চিৎকার দিয়ে নাসের আল খেলাইফিকে গালি দেন। এরপর পিএসজির টিম হোটেলের বাইরে ওঁত পেতে ছিল এক ভক্ত। সে চিৎকার দিয়ে খেলাইফিকে অপমান করে বলে, 'তোমার এতই যখন অর্থ আমাকে এক মিলিয়ন ইউরো দিয়ে যাও।'
মন্তব্য করুন