- খেলা
- এক ম্যাচ দিয়ে ভবিষ্যত ঠিক করা বোকামি: এমবাপ্পে
এক ম্যাচ দিয়ে ভবিষ্যত ঠিক করা বোকামি: এমবাপ্পে

ছবি: এএফপি
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়তে চান কিলিয়ান এমবাপ্পে। নিতে চান নতুন চ্যালেঞ্জ। তাকে আবার দলে নিতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এমন এক সময়ে প্রথমবার বার্সেলোনার মুখোমুখি হয়ে হ্যাটট্রিক করেছেন ফ্রান্স তরুণ। তাও আবার ক্যাম্প ন্যুতে এসে।
এতেই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার ভবিষ্যত নির্ধারণ করে ফেলেছেন অনেকে। নেইমারের সঙ্গে জুটি ভেঙে এমবাপ্পে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেবেন এবং তার জন্য রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ চেষ্টা করবে বলে মত প্রকাশ করেছেন। কিন্তু এমবাপ্পে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এভাবে এক ম্যাচ দিয়ে কারো ভবিষ্যত ঠিক করা যায় না।
আরএমসি স্পোর্টসকে তিনি বলেন, 'আমরা খুবই খুশি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ম্যাচ ছিল। আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম এবং পিএসজির নামের সঙ্গে সুবিচার করেই জিতেছি। আজকের জয়টা অসাধারণ। তবে আমাদের মাথায় রাখতে হবে, আমরা এখনও কোন কিছুই জিততে পারিনি।'
তিনি করোনা পরবর্তী সময়ে নিজের পরিশ্রমের ফল পেয়েছেন বলেও জানান। রিয়াল মাদ্রিদ গুঞ্জন নিয়ে এমবাপ্পে বলেন, 'এমন একটা ম্যাচ দিয়ে আমার ভবিষ্যত ঠিক করা বোকামি। তবে এটা সত্য যে, এই ম্যাচের রেশ অনেকদিন থাকবে। সবসময় বলে আসছি যে, আমি পিএসজিতে সুখে আছি। এই ধরনের ম্যাচ সুখের মাত্রা আরও বাড়িয়ে দেয়। পিএসজির জার্সিটা আমার এতোই প্রিয় যে, সবসময় হৃদয়ের খুবই কাছে থাকবে।'
ক্যাম্প ন্যুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম বার্সার ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান। তার মতে, 'এমবাপ্পে মেসি-রোনালদোর পর্যায়ে যেতে পারে। তার জন্য আমার ভালো লাগছে।' পিএসজি অধিনায়ক মারকুইনোস বলেন, 'যখন এমবাপ্পে আলো ছড়াই, একাই মাঠে পার্থক্য গড়ে দেয়।' আর পিএসজি বস মাউরিসিও পচেত্তিনো জানিয়েছেন, বার্সার বিপক্ষে মাঠে নামার আগেই এমবাপ্পে বলেছিলেন, ম্যাচটা তারা জিততে যাচ্ছে।
মন্তব্য করুন