চেন্নাই টেস্টে দু'বার আম্পায়ারের সঙ্গে 'অহেতুক' তর্কে জড়ান বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক তাই এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ছিলেন। ডেভিড লয়েড তো কোহলিকে এক ম্যাচ নয় তিন ম্যাচ নিষিদ্ধের দাবি তুলেছেন।

অথচ তর্ক করলেও মাঠে থাকা দুই ভারতীয় আম্পায়ার বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগই আনেননি। ম্যাচ রেফারির তাই কোন শুনানিরও প্রয়োজন পড়েনি। নিষেধাজ্ঞা তো দূরে থাক ভারতীয় অধিনায়ককে তাই কোন ডি মেরিট পয়েন্টও পেতে হয়নি।

চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় ক্রিজের মাঝখান দিয়ে দৌড়েছিলেন বিরাট। মাঠে থাকা আম্পায়ার তাকে বিষয়টি নিয়ে সতর্ক করেন। কিন্তু আম্পায়ারের নির্দেশনা ভালো লাগেনি বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। তিনি তাই আম্পায়ারের সঙ্গে জড়ান তর্কে।

এরপর ইংলিশ অধিনায়ক জো রুটের লেগ বিফোরের আবেদন করে রিভিউ নেয় ভারত। আম্পায়ারস কল ছিল 'নট আউট'। রিভিউতে সেটাই বহাল থাকে। কিন্তু ভারতীয় অধিনায়ক তা মানতেই যেন নারাজ। তিনি মাঠে থাকা দুই আম্পায়ার নিতিন মেনন এবং বিরেন্দর শর্মার সঙ্গে তর্কে জড়ান।

আগে দুটি ডি মেরিট পয়েন্ট পাওয়া কোহলি তাই নতুন করে ডি মেরিট পেতে পারেন ৱবলে সংবাদ মাধ্যম জানায়। অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ অন্তত দুটি ডিমেরিট দিলে নিষেধাজ্ঞা পেতেন কোহলি। কিন্তু আম্পায়াররা কোন অভিযোগ না করায় ভৎসনাও করা হয়নি তাকে। খবর-ইভেনিং স্ট্যান্ডার্ড