- খেলা
- গাপটিল-শোধিতে সিরিজ কিউইদের
গাপটিল-শোধিতে সিরিজ কিউইদের

ছবি: এএফপি
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ এই সিরিজের পরেই তামিম-মাহমুদুল্লাহদের বিপক্ষে ম্যাচ কিউইদের। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওই টি-২০ সিরিজের শুরুর দুটিতে দুর্দান্তভাবে জয় তুলে নেয় ব্লাক ক্যাপসরা। ভয় ঢুকিয়ে দেয় বাংলাদেশ শিবিরে।
তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে চাপে ফেলে দেয় কিউইদের। রোববারের শেষ ম্যাচটাকে ফাইনালে পরিণত করেন গ্লেন ম্যাক্সওয়েলরা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে কিউইদের সঙ্গে পারলেন না অ্যারণ ফিঞ্চ-ওয়েডরা।
সাত উইকেটের বড় ব্যবধানে হেরে তাই তাদের হাতছাড়া করতে হলো সিরিজ। শেষ ম্যাচে শুরুতে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ১৪২ রানে আটকে দেন নিউজিল্যান্ড। দলের হয়ে ফিঞ্চ ৩৬, ওয়েড ৪৪ এবং মার্কোস স্টইনিস ২৬ রানের ইনিংস খেলেন।
স্বাগতিক পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি তুলে নেন দুটি করে উইকেট। এছাড়া লেগ স্পিনার ইশ শোধি ৪ ওভারে ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে মার্টিন গাপটিল ৪৬ বলে সাত চার ও চারটি ছক্কায় ৭১ রানের ইনিংসে খেলেন। তার ব্যাটে ভর করে ২৭ বল থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় কিউইরা। এছাড়া দলের পক্ষে ওপেনার ডেভন কনওয়ে ২৮ বলে ৩৬ এবং গ্লেন ফিলিপস ১৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।
মন্তব্য করুন