- খেলা
- এবার ইনজুরিতে টেইলর
এবার ইনজুরিতে টেইলর

ছবি: ফাইল
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ওদিকে ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন ওয়ানডে দিয়ে শুরু হওয়া সিরিজ থেকেও। এবার আরও একটি দুঃসংবাদ পেল ব্ল্যাক ক্যাপসরা। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না দেশটির অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলরের।
বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। রোববার প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে সেন্ট্রাল স্টেজ ও ওয়েলিংটন ফায়ারবার্ডসের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান ডানহাতি এই ব্যাটসম্যান। তবে ১৭ মার্চ থেকে দুনেদিনে আসা দলের সঙ্গেই থাকবেন তিনি। তার বদলে অলরাউন্ডার মার্ক চ্যাম্পম্যানকে দলে ডেকেছে কিউই ক্রিকেট বোর্ড।
কিউই কোচ গ্যারি স্টিড আশা করছেন ইনজুরি থেকে সেরে উঠে পরের দুই ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন টেইলর, 'একদম সিরিজের মুখে এসে এভাবে ইনজুরিতে পড়া টেইলরের জন্য হতাশার। তার চোটটা খুবই ছোট। আশা করছি সে পরের দুই ওয়ানডে ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।'
টেইলরের বদলে দলে ঢোকা মার্ক চ্যাম্পম্যানের ভালো করার ব্যাপারেও আশাবাদী নিউজিল্যান্ডের হেড কোচ স্টিড। তার মতে, টি-২০ সিরিজে ভালো করায় দলে নেওয়া হয়েছে তাকে। বাংলাদেশ আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সমান সংখ্যক টি-২০ খেলবেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
মন্তব্য করুন