নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে এসে টস জিতিছে বাংলাদেশ। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

দ্বিতীয় এই ম্যাচে দলে এসেছে একটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার বদলে দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের বোলিং আক্রমণেও এসেছে একটি পরিবর্তন। পেসার লকি ফার্গুসনের পরিবর্তে দলে ঢুকেছেন অ্যাডাম মিলনে। 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শেখ মাহেদি, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। 

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল উইং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারলি মিশেল, টিম সাউদি, ইশ শোধি, হ্যামিশ ব্যানেট, অ্যাডাম মিলনে।