- খেলা
- স্থগিত ঘরোয়া ফুটবল
স্থগিত ঘরোয়া ফুটবল
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১
আপডেট: ০৪ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১ । আপডেট: ০৪ এপ্রিল ২০২১
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে ঘরোয়া ফুটবলের গত মৌসুমটি হয়েছিল পরিত্যক্ত। কভিড সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউন দিয়েছে সরকার।
তবে সরকারি প্রজ্ঞাপনে খেলাধুলা বন্ধের কোনো নির্দেশনা না থাকায় চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস স্থগিত হচ্ছে না। তবে লকডাউনের কারণ আপাতত ঘরোয়া ফুটবলের সব খেলা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ মুহূর্তে চলছে মেয়েদের প্রিমিয়ার লিগ, তৃতীয় বিভাগ ফুটবল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল।
করোনার কারণে এসব স্থগিত থাকবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, 'চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল (আজ) থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, মহিলা ফুটবল স্থগিত রাখছি। লকডাউন শেষ হওয়ার নূ্যনতম এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে। আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, লকডাউন বা এই পরিস্থিতি শেষ হওয়ার সাত দিন পর খেলা মাঠে গড়াবে।'
বিষয় : স্থগিত ঘরোয়া ফুটবল করোনাভাইরাস
মন্তব্য করুন