- খেলা
- মুস্তাফিজের জোড়া শিকার
মুস্তাফিজের জোড়া শিকার

ফাইল ছবি
প্রথম ম্যাচে ভালো বোলিং করেও ভাগ্য সহায় না থাকায় উইকেটের দেখা পাননি মুস্তাফিজ। তবে বৃহস্পতিবার উইকেট খরা কাটিয়েছেন রাজস্থান রয়্যালসের এই পেসার। ২ উইকেট শিকার করেছেন তিনি। জ্বলে উঠেছিলেন উয়দেব উনাদকাটও। দু'বাহাতি পেসারের নৈপুণ্যে দিল্লি ক্যাপিটালসকে ১৪৭ রানে আটকে দিয়েছে রাজস্থান।
বৃহস্পতিবার প্রথম ওভারেই উইকেটের দেখা পান মুস্তাফিজ। তার কাটারে বিভ্রান্ত হয়ে আকাশে বল তুলে দেন দিল্লির অস্ট্রেলিয়ান রিক্রুট মার্কাস স্টয়নিস। শেষ দিকে ভয়ংকর হয়ে ওঠা ইংলিশ ক্রিকেটার টম কারেনকে দারুণ এক স্লোয়ারে বোল্ড করেন তিনি। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। রাজস্থানের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় ছিল, সেই আগের মতো বিষাক্ত কাটার বের হয়েছে মুস্তাফিজের হাত থেকে। প্রতিপক্ষকে প্রথম ধাক্কাটা দেন অবশ্য উনাদকাট। দিল্লির টপ অর্ডারের তিন উইকেট তুলে নেন তিনি। তার বোলিংয়ের জন্যই পাওয়ার প্লেতে ৩ উইকেটে মাত্র ৩৬ রান তুলে দিল্লি। তবে অধিনায়ক ঋষভ পান্থ ৩২ বলে ৫২ রান করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন।
মন্তব্য করুন